1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রকাশ্যে বিয়ের প্রস্তাবের ‘অপরাধে’ গ্রেপ্তার

১৪ মার্চ ২০১৯

শপিং মলে প্রকাশ্যে এক নারীকে বিয়ের প্রস্তাব দিলেন এক পুরুষ৷ মুহূর্তটি উদযাপন করলেন দু’জনই৷ ঘটনাটি ইরানের৷ সে মুহূর্তের ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

https://p.dw.com/p/3F09u
ছবি: picture-alliance/dpa/AA/F. Bahrami

ঘটনাটি ইরানের আরাক শহরের একটি শপিং মলে৷ ফুলের পাঁপড়ি দিয়ে আঁকা হার্ট চিহ্নের ভেতরে দাড়িয়ে এক যুগল৷ ছেলেটি বিয়ের প্রস্তাব দেয় মেয়েটিকে৷ জবাবে সম্মতি জানায় সে৷ এরপর ছেলেটি মেয়েটির আঙুলে আংটি পরিয়ে দেয়৷ দু’জন দু’জনকে আলিঙ্গন করে৷ উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানায়৷ গেল শুক্রবারে এই ভিডিওটি টুইটারে আপলোড করা হলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে৷ যা এই প্রতিবেদন প্রকাশ হওয়ার সময় পর্যন্ত দেখা হয়েছে ৩৫ লাখ বার৷

এই ভিডিওটি দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও নজরে পড়ে৷ ইসলামি সংস্কৃতির বরখেলাপ করে বিয়ের প্রস্তাব দেয়ার ‘অপরাধে’ তাদের গ্রেপ্তার করা হয়েছে৷ পরে অবশ্য দু’জনই জামিনে মুক্ত হয়েছেন৷

এফএস/ডিজি