যা হলো প্যারিসে
ফরাসী পুলিশ সোমবার রাতে প্যারিসের কেন্দ্রে প্লাস ডে লা রিপাবলিক অঞ্চলে অস্থায়ী শরণার্থী শিবির ভেঙে দিয়েছে। গত সপ্তাহেও একইভাবে একটি অস্থায়ী শরণার্থী শিবির ভাঙে পুলিশ। তবে এবার, শরণার্থীদের সরাতে পুলিশ টিয়ারগ্যাসও ব্যবহার করেছে। পুলিশের বক্তব্য, নিরাপত্তাজনিত কারণেই এই অস্থায়ী শিবির থেকে শরণার্থীদের সরিয়েছেন তারা। এছাড়া, এধরনের শিবিরকে বেআইনি বলছেন তারা।