শ্রমিকের মজুরি
১৬ জুন ২০১২তিনি মনে করেন বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিলে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা যেতে পারে৷
ঢাকার আশুলিয়া এলাকার গার্মেন্ট শ্রমিকরা ৪ দিন ধরে তাদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন৷ শনিবার এই আন্দোল নারায়ণগঞ্জ এলাকায়ও ছড়িয়ে পড়ে৷
২০১০ সালে গার্মেন্ট শ্রমিকদের জন্য সর্বশেষ মজুরি নির্ধারণ করা হয়৷ তাতে সর্বনিম্ন মজুরি করা হয় ৩০০০ টাকা৷ তখন মজুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন ইকতেদার আহমেদ৷ তিনি ডয়চে ভেলেকে জানান, আইন অনুযায়ি ৫ বছর পর পর নতুন মজুরি নির্ধারনের কথা৷ তবে তার আগে বাজার দর, মূদ্রাস্ফিতিসহ নানা দিক বিবেচনায় নিয়ে মজুরী পুনঃর্নির্ধারণ করা যায়৷ আর এজন্য শ্রমিকদের মজুরি বোর্ড আবেদন করতে হবে৷ উদ্যোগ নিতে হবে সরকারকে৷
তিনি মনে করেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যদি তাদের প্রাপ্য সুযোগ সুবিধা দেয়া হয় তাহলে শ্রমিক অসন্তোষ হওয়ার কথা নয়৷ আর শ্রমিক সংগঠন থাকলে তারাই দাবী দাওয়া পেশ করতে পারত৷ সাধারণ শ্রমিকদের রাস্তায় নামতে হত না৷
তবে ইকতেদার আহমেদ মনে করেন, তৈরি পোশাক শিল্প মালিকদের সক্ষমতার দিকটিও বিবেচনায় রাখতে হবে৷ খেয়াল রাখতে হবে কোন কারণে যেন এই শিল্প ক্ষতিগ্রস্ত না হয়৷ কারণ আমাদের প্রধান রপ্তানি আয় আসে এই শিল্প থেকে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়