1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ছবি: DW/S. Hossain

পোশাক খাতে শ্রমিক ছাঁটাই হতে পারে: রুবানা হক

৪ জুন ২০২০

কার্যাদেশ কমায় বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে সক্ষমতার মাত্র ৫৫ শতাংশ কাজ করতে পারছে৷ এমন অবস্থা চলতে থাকলে কর্মী ছাঁটাইয়ের পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক৷

https://p.dw.com/p/3dGlR

বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের জন্য করোনা ভাইরাস টেস্টিং ল্যাবের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করেন তিনি৷ সেখানে এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি তার এই মূল্যায়ন তুলে ধরেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

তিনি জানান, বিজিএমইএ-র নিবন্ধিত ২২৭৪টি কারখানার মধ্যে ১৯২৬টি চালু আছে৷ ‘‘অনেকে ছাঁটাই নিয়ে প্রশ্ন করছেন৷ ছাঁটাই কিন্তু পহেলা জুন থেকে হবে আসলে৷ এটা একটা অনাকাঙ্খিত বাস্তবতা৷ কিন্তু এই মুহূর্তে কিচ্ছু করার নেই৷ কারণ, শতকরা ৫৫ ভাগ সক্ষমতায় কারখানাগুলো চললে আমাদের পক্ষে ছাঁটাই ছাড়া আর কোনো উপায় থাকবে না,’’ বলেন রুবানা হক৷ তবে পরিস্থিতি ভালোর দিকে গেলে সেই শ্রমিকরা (ছাঁটাই হওয়া) অগ্রাধিকার পাবেন বলেও আশ্বাস দেন তিনি৷

তবে ছাঁটাই প্রসঙ্গে পরবর্তীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রুবানা হক বলেন, ‘‘জুনের মধ্যে ছাঁটাই হবে এমন ঘোষণা আমি দেইনি৷ এ ধরনের শিরোনাম পোশাকখাতে উসকানির একটি চেষ্টা৷ আমি বলেছি, পোশাকখাতে সামগ্রিকভাবে অর্ডার কমে গিয়ে সক্ষমতার ৫৫ শতাংশ কাজ করে চলছে জুন মাসে৷ এর ফলে ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটতে পারে৷’’

এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২১ মের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

Türkei Stichwahl l Präsident Erdogan spricht zu seinen Anhängern, Istanbul
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান