1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের গুলিতে খ্রিষ্টানের মৃত্যু নিয়ে সংঘর্ষ কায়রোয়

১২ জানুয়ারি ২০১১

মিশরে সংখ্যালঘু এক খ্রিষ্টান বৃদ্ধকে চলন্ত ট্রেনে গুলি করে হত্যার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে সংঘর্ষ৷ এদিকে ভ্যাটিকান থেকে নিজেদের দূতকে তলব করেছে কায়রো৷

https://p.dw.com/p/zwUq
কায়রো,সংঘর্ষ, খ্রিষ্টান,গুলি, বিক্ষোভ, সাম্প্রর্দায়িক, মুসলমান, সংখ্যালঘু, ভ্যাটিকান, মিশর, পোপ, Christan, Pope, Egypt, Cairo, Violence, Killed, Muslim,
মিশরে খ্রিষ্টানদের বিক্ষোভের একাংশছবি: AP

খ্রিষ্টান বৃদ্ধ পুলিশকর্মীর গুলিতে নিহত চলন্ত ট্রেনে

মঙ্গলবার আসিউট থেকে কায়রোগামী একটি চলন্ত ট্রেনে ঘটেছে এই ঘটনা৷ ডিউটির বাইরে থাকা এক পুলিশকর্মী ট্রেনের মধ্যে গুলি চালালে ৭১ বছর বয়সি এক খ্রিষ্টান বৃদ্ধ নিহত হন ঘটনাস্থলে৷ গুলিবিদ্ধ হয়ে আহত হন তাঁর স্ত্রী, দুই কন্যা সহ অন্তত চারজন৷ এরপর আহতদের কায়রোর একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে বিক্ষোভ দেখাতে জড়ো হন প্রায় হাজারখানেক সংখ্যালঘু খ্রিষ্টান৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়৷ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস এবং লাঠি প্রয়োগ করতে হয়েছে৷ মিশরের সংখ্যালঘু কপটিক খ্রিষ্টানদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে মিনিয়া প্রদেশের সামালুট থেকেও৷

এই হামলা কী সাম্প্রদায়িক উদ্দেশ্যে?

মিশরের স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি জানিয়েছে, চলন্ত ট্রেনে খ্রিষ্টানদের ওপর হামলা চালানো পুলিশকর্মীর নাম আমের আশুর আব্দেল জাহের৷ গুলি চালিয়ে সেই ব্যক্তি পালিয়ে যায়৷ পরে তাকে তার বাড়ি থেকে মঙ্গলবারই গ্রেপ্তার করে পুলিশ৷ তবে সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়েই এই পুলিশকর্মী গুলি চালিয়েছিল কিনা সে প্রশ্নের জবাবে নীরব মিশরের প্রশাসন৷ উল্লেখ করা দরকার, মিশরে সংখ্যালঘু খ্রিষ্টানদের ওপর মুসলমানদের অত্যাচারের অভিযোগ অনেকদিন থেকেই শোনা যাচ্ছে৷ এ বছরের প্রথম দিনে আলেকজান্দ্রিয়ার একটি কপটিক গির্জায় বোমা বিস্ফোরণে ২৩ জন নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি রীতিমত টানটান মিশরে৷

ভ্যাটিকান থেকে রাষ্ট্রদূতকে তলব করেছে কায়রো

কূটনৈতিক দৃষ্টিভঙ্গী থেকে পোপ বেনেডিক্টের মন্তব্যের প্রতিবাদেই মিশরের এই সিদ্ধান্ত৷ খ্রিষ্টান জনগোষ্ঠীর ধর্মপালনের বিষয়ে বৈষম্য সৃষ্টি করছে মিশর, ইরাক এবং নাইজিরিয়ার মত কিছু দেশ, পোপ তাঁর বক্তৃতায় এমন মন্তব্য করেন গত সোমবার৷ এই দেশগুলিতে সাম্প্রতিক অতীতে খ্রিষ্টানদের ওপর হামলার প্রসঙ্গটিও পোপ উল্লেখ করেন৷ এর প্রতিবাদেই কায়রো ভ্যাটিকান থেকে তাদের রাষ্ট্রদূতকে তলব করে জানিয়েছে, ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের শীর্ষ ধর্মগুরু পোপের এই মন্তব্য ‘অগ্রহণযোগ্য'৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই