1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

পুরুষদের আধিপত্য ভাঙতে মরক্কোর নারী র‍্যাপার

২ আগস্ট ২০২০

মরক্কোর তেতোয়ানে এক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন ২৪ বছর বয়সী হুদা আবুস৷ দীর্ঘদিন ধরে হিপ-হপের ফ্যান আব্দুস বন্ধুদের উৎসাহে হাতে তুলে নিয়েছেন মাইক্রোফোন, নিজেই শুরু করেছেন নানা পারফরম্যান্স৷

https://p.dw.com/p/3gHa5
মরক্কোর তেতোয়ানে এক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন ২৪ বছর বয়সী হুদা আবুস৷ দীর্ঘদিন ধরে হিপ-হপের ফ্যান আব্দুস বন্ধুদের উৎসাহে হাতে তুলে নিয়েছেন মাইক্রোফোন, নিজেই শুরু করেছেন নানা পারফরম্যান্স৷
ছবি: Reuters/S. Talaat

জানুয়ারিতে ‘হোর্স সিরি’ নামের একটি গানে মরক্কোর তিন বিখ্যাত র‍্যাপ স্টার এলগ্রান্দে তোতো, ডন বিগ এবং ড্রাগানভ এর সঙ্গে পারফরম করেন৷ এই গানের ভিডিও ইউটিউবে দেখা হয়েছে দেড় কোটি বারেরও বেশি৷ উত্তর আফ্রিকার দেশটিতে র‍্যাপের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, এটিই এর প্রমাণ৷

অনুপ্রাণিত হয়ে আবুস একা পারফরম করার চ্যালেঞ্জ নেন৷ ফেব্রুয়ারিতে ‘কিক অফ' নামের গানে প্রথম একক পারফরম করেন তিনি৷

তবে এক্ষেত্রে দেশটিতে নারীদের সমঅধিকার না থাকা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আবুস৷ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমি নিজেই নিজেকে গড়ে তোলা একজন শিল্পী৷ নিজের গানের কথা নিজেই লিখি, নিজের মনের কথা বলি৷’’

মঞ্চে ‘খতেক’ বা ‘বোন’ নামে পরিচিত এই নারী র‍্যাপার বলেন, ‘‘র‍্যাপ আমার শখ এবং পিতৃতান্ত্রিক সমাজে আমার নিজের রক্ষাকবচ৷’’

Marokko I Rapperin Houda Abouz
আবুস নিজেকে নারীবাদি এবং সমকামী অধিকারের সমর্থক বলে পরিচয় দেনছবি: Reuters/S. Talaat

মরোক্কান আরবি ভাষায় তার গানের কথায় ফরাসি ও ইংরেজির মিশ্রণ থাকে৷ সম্প্রতি র‍্যাপ দেশটির রাজনীতিতেও বড় প্রভাব ফেলছে৷ গ্নাওয়ি নামের এক র‍্যাপারকে কিছুদিন আগেই এক ভিডিওতে পুলিশকে ‘অপমান’ করায় এক বছরের কারাদণ্ড দেয়া হয়৷

আবুসই অবশ্য র‍্যাপ সঙ্গীতে এগিয়ে আসা একমাত্র মরোক্কান নারী নন৷ আরেক নারী হিপ-হপ স্টার মানালের জনপ্রিয় গান ‘স্লে’ ইউটিউবে দেখা হয়েছে প্রায় সাড়ে চার কোটি বার৷

আবুস নিজেকে নারীবাদি এবং সমকামী অধিকারের সমর্থক বলে পরিচয় দেন৷ তিনি জানান, ২০১১ সালে আরব বসন্তের সময় গণতন্ত্রের দাবিতে যে আন্দোলন শুরু হয় সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন৷

অবশ্য গানের মাধ্যমে তিনি কোনো রাজনৈতিক এজেন্ডা তুলে ধরতে চান না, বরং মানুষের মনের কথারই প্রকাশ ঘটাতে চান৷ তার গান ‘কিক অফ’ এ একটি বাক্য এমন- ‘আমি তোমার চেয়ে ভালো লিখি, অথচ তুমি আমাকে কেবল নারীই মনে করো৷’

এডিকে/এফএস (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান