1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Kombobild | Putin und Scholz
ছবি: Kay Nietfeld/dpa/AP/picture alliance

পুটিন সাম্রাজ্যবাদী লক্ষ্য নিয়ে ছুটছেন: ওলাফ শলৎস

১৭ সেপ্টেম্বর ২০২২

ইউক্রেনের কিছু অংশ নিজেদের দখলে নিয়ে আসার ‘সাম্রাজ্যবাদী লক্ষ্যের’ দিকে ছুটছেন ভ্লাদিমির পুটিন৷ রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর এমন মন্তব্য করেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস৷

https://p.dw.com/p/4H0dM

শুক্রবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন দেড় ঘণ্টা টোলিফোনে কথা বলেন৷ এই বিষয়ে শনিবার জার্মান চ্যান্সেলর জানান, যুদ্ধ শুরুর ছয় মাস পেরিয়ে গেলেও ইউক্রেন বিষয়ে পুটিনের লক্ষ্য অপরিবর্তিত থেকে গেছে৷

তবে ইউক্রেন বিষয়ে দুইজনের বিস্তর মতপার্থক্য থাকলেও দেড় ঘণ্টার ফোনালাপ বরাবরের মতো বন্ধুত্বপূর্ণ ছিল বলেও উল্লেখ করেন শলৎস৷             

জার্মান গণমাধ্যম ডয়চেল্যান্ডফুঙ্ককে দেওয়া সাক্ষাৎকারে চ্যান্সেলর শলৎস বলেন, যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথ তৈরির উপর জোর দিয়েছেন তিনি৷ তাছাড়া যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে রাশিয়ার সেনাদের পুরোপুরি প্রত্যাহারেও পুটিনকে তিনি আহ্বান জানিয়েছেন৷

গণমাধ্যমটির কাছে শলৎস দাবি করে, গত কয়েকদিনে রাশিয়ার সেনাদের কাছ থেকে ইউক্রেনের সেনাদের বেশ কিছু এলাকা পুনরুদ্ধারে জার্মানির সামরিক সহায়তার অবদান রয়েছে৷

যুদ্ধের আতঙ্ক নিয়ে ইউক্রেনে স্কুলে ফিরছে শিশুরা

গণমাধ্যমের খবর অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরে যুদ্ধক্ষেত্রে সাফল্য দেখিয়েছে ইউক্রেনের সেনারা৷ খারকিভে বেশ কয়েক হাজার কিলোমিটার জায়গা তারা পুনরুদ্ধার করতে পেরেছে বলে করেছে দেশটির সেনাবাহিনী৷

এই বিষয়ে শলৎস বলেন, জার্মানির অস্ত্র পাওয়ার ফলেই ইউক্রেনের সেনাদের এই সফলতা অর্জন সম্ভব হয়েছে৷ ‘‘আর তাই আমাদের সহযোগিতা চালিয়ে যাওয়া যৌক্তিক৷’’

উল্লেখ্য, যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা দিতে অনিচ্ছুক ছিল জার্মানি৷ পরে ক্রমাগত চাপের মুখে অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধে আক্রান্ত দেশটিকে সহযোগিতা করে জার্মান সরকার৷

আরআর/এফএস (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

সিপিডির গবেষণায় বলা হয়েছে, সাধারণ মধ্যবিত্ত পরিবারকে এখন তাদের মোট আয়ের ৬০ শতাংশ ‘সাধারণ’ খাদ্যের পিছনে খরচ করতে হয়

চার সদস্যের খাবার খরচ মাসে ২২ হাজার টাকা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান