1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

পুটিনের সঙ্গে আলোচনা চান জেলেনস্কি

৪ মার্চ ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

https://p.dw.com/p/47z0U
রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে আলোচনা চান জেলেনস্কি। ছবি: Ukraine Presidency press service/AFP

পুটিনের প্রতি এক বার্তায় জেলেনস্কি বলেছেন, ''আমি কামড়াই না। তাহলে আমার সঙ্গে আলোচনায় বসতে আপনি ভয় পাচ্ছেন কেন?''

কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট হওয়া জেলেনস্কি বলেছেন, ''লড়াই থামাবার একমাত্র পথ হলো, পুটিনের সঙ্গে সরাসরি আলোচনা।'' পুটিনের প্রতি তার বার্তা, ''আমরা তো রাশিয়া আক্রমণ করিনি। আমাদের সেরকম কোনো ইচ্ছেও ছিল না। এখন আপনি আমাদের কাছ থেকে কি চান? আপনি আমাদের জমি থেকে চলে যান। আপনি আমার সঙ্গে আলোচনায় বসুন।''

আর পশ্চিমা দেশগুলির প্রতি জেলেনস্কির আবেদন, ''আপনাদের যদি আকাশসীমা বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাদের আরো বিমান দিন। আর একটা কথা মনে রাখবেন, আমরা যদি না থাকি, তাহলে এরপর লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়ার পালা। আমার এই কথাটা আপনারা মনে রাখতে পারেন।''

কয়েক সপ্তাহ আগে জেলেনস্কি বলেছিলেন, ''কেউ বিশ্বাস করে না, আধুনিক সমাজে কেউ এমন বর্বরের মতো আচরণ করবে।'' কিন্তু রাশিয়া শেষপর্যন্ত ইউক্রেন আক্রমণ করার পর ভুল ভেঙেছে জেলেনস্কির।

জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)