পারিবারিক মালিকানাধীন ১০ ব্যবসা প্রতিষ্ঠান
বিশ্বের শীর্ষ খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলোই পারিবারিক মালিকানাধীন৷ এমন ৫০০ প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছিল ইওয়াই এবং সেন্ট গ্যালেন বিশ্ববিদ্যালয়৷ সেখান থেকে প্রথম সারির ১০টি নিয়ে এই ছবিঘর...
ওয়ালমার্ট
বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা ওয়ালমার্ট তালিকার শীর্ষে রয়েছে। ১৯৬২ সালে স্যাম ওয়ালটন প্রতিষ্ঠিত এই মার্কিন কোম্পানি বেন্টনভিল, আরকানসাসে অবস্থিত। ওয়ালটন পরিবার কোম্পানিটির ৪৫ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক।
শোয়ার্ৎস গ্রুপ
জার্মানির সুপারমার্কেট চেইন লিডল এবং কাউফলান্ডের মূল কোম্পানি শোয়ার্ৎস গ্রুপ । ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপের ব্যবসা ৩২টি দেশে ছড়ানো। শোয়ার্ৎস গ্রুপের মালিক ডিটার শোয়ার্ৎস৷ গ্রুপটির প্রতিষ্ঠাতা তার বাবা ইয়োসেফ শোয়ার্ৎস৷
ল'রিয়াল
ফ্রান্সের প্রসাধনী জায়ান্ট ল'রিয়াল। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির ৩৪ দশমিক ৮ শতাংশ শেয়ার বেটেনকোর্ট-মেয়ার্স পরিবারের মালিকানাধীন।
ইনডিটেক্স
স্পেনের ইনডিটেক্স, যা পোশাক ব্র্যান্ড কোম্পানি জারা-র জন্য বিখ্যাত। প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা এবং তার পরিবার ইনডিটেক্স কোম্পানির প্রায় ৫৯ শতাংশ শেয়ারের মালিক।
নাইকি
যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ড নাইকির সহ-প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তার পরিবার কোম্পানির ৯৭ শতাংশ শেয়ারের মালিক।
ইলো গ্রুপ
ফ্রান্সভিত্তিক সুপারমার্কেট চেইন অশান এর মালিক। এটি ১৯৬১ সালে জেরার্ড মুলিয়েজ প্রতিষ্ঠা করেন। মুলিয়েজ পরিবার কোম্পানির ৯৮ শতাংশ শেয়ারের মালিক।
লবলো কোম্পানিজ
ক্যানাডার খাদ্য ও ঔষধের খুচরা বিক্রেতা। ১৮৮২ সালে জর্জ ওয়েস্টন এটি প্রতিষ্ঠা করেন। ওয়েস্টন পরিবার কোম্পানিটির ৫৩ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক।
এলভিএমএইচ
১৯৮৭ সালে মোয়েত হেনেসি এবং লুই ভুইটন মিলে প্যারিসভিত্তিক বিলাসদ্রব্য গ্রুপটি প্রতিষ্ঠিা করা হয়। বার্নার্ড আর্নল্ট ও তার পাঁচ সন্তান বর্তমানে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালনায় রয়েছেন।
রাজেশ এক্সপোর্টস
ভারতীয় জুয়েলারি কোম্পানি। ১৯৮৯ সালে রাজেশ মেহতা এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। মেহতা পরিবার কোম্পানিটির ৫৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ারের মালিক।
মার্কাডোনা
স্পেনের সুপারমার্কেট এবং অনলাইন শপিং কোম্পানি মার্কাডোনা। ১৯৭৭ সালে ফ্রান্সিসকো রোয়িগ বালেস্তের এবং তার স্ত্রী ত্রিনিদাদ আলফোনসো মোচোলি এটি প্রতিষ্ঠা করেন। কোম্পানিটির বর্তমান প্রেসিডেন্ট তাদের পুত্র হুয়ান রোয়িগ। মার্কাডোনার ১০০ শতাংশ শেয়ারই রোয়িগ পরিবারের মালিকানায় রয়েছে।