1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পারমাণবিক অস্ত্রের সংখ্যা ফ্রিজ করতে রাজি অ্যামেরিকা, রাশিয়া

২১ অক্টোবর ২০২০

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেঁধে রাখতে রাজি অ্যামেরিকা ও রাশিয়া। তাই এই নিয়ে চুক্তির মেয়াদ বাড়তে চলেছে।

https://p.dw.com/p/3kDKI
ছবি: picture-alliance/ITAR-TASS/A. Geodakyan

রাশিয়া পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেঁধে রাখতে রাজি। অ্যামেরিকাও এ নিয়ে অবিলম্বে আলোচনায় বসতে চায়। ফলে দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেঁধে রাখার সিদ্ধান্ত চালু থাকবে বলে মনে করা হচ্ছে। অ্যামেরিকা ও রাশিয়ার মধ্যে এই বিষয়ে একটি চুক্তি আছে, নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি(নিউ স্টার্ট)। এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

গত বছর মাঝারি পাল্লার পারমাণবিক অস্ত্র সীমীত রাখা নিয়ে সমঝোতা করেনি দুই দেশ। তাই নিউ স্টার্টই হলো দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র সীমীত রাখার ক্ষেত্রে একমাত্র চুক্তি।

অ্যামেরিকা জানিয়েছে, তারা অবিলম্বে রাশিয়ার সঙ্গে এই চুক্তির নবীকরণ নিয়ে আলোচনায় বসতে চায়। রাশিয়া যেন ঠিক করে কে বা কারা তাদের হয়ে কথা বলবেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ''আমরা আশা করি রাশিয়া তাদের পক্ষের কূটনীতিকদের নাম জানিয়ে দেবে।'' রাশিয়াও জানিয়েছে, তারা অবিলম্বে আলোচনা চায়।

অ্যামেরিকা প্রথমিকভাবে চাইছিল, এই প্রয়াসে চীনকেও সামিল করা হোক। কিন্তু তাদের এই উদ্যোগে বিশেষ সাড়া মেলেনি। অক্টোবরের গোড়াতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, নিউ স্টার্ট চুক্তি আরো এক বছর বাড়িয়ে দেয়া হোক। অ্যামেরিকা জানায়, তাতে তাদের কোনো আপত্তি নেই, তবে দুই দেশকে শপথ নিতে হবে যে, তারা আর পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াবে না। এমনকী যে সব অস্ত্র এই চুক্তির আওতায় নেই, তার সংখ্যাও বাড়ানো হবে না। কিন্তু রাশিয়া এই প্রস্তাব খারিজ করে দেয়।

মঙ্গলবার রাশিয়া মতবদল করে বলে, তারা অস্ত্রের সংখ্যা ফ্রিজ করতে রাজি। তবে রাশিয়ার বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, অ্যামেরিকা অস্ত্রের তালিকায় নতুন অস্ত্র যোগ না করলে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেঁধে রাখা সম্ভব।

ফেডারেশন অফ অ্যামেরিকার সায়েন্টিস্টের দেয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার হাতেই সব চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। মস্কোর কাছে আছে ছয় হাজার ৩৭০টি পারমাণবিক অস্ত্র, অ্যামেরিকার হাতে পাঁচ হাজার ৮০০টি, চীনের কাছে ৩২০টি।

জিএইচ/এসজি(ডিপিএ, এপি, এএফপি)