1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজপাপুয়া নিউগিনি

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে ১০০-র বেশি নিহতের আশঙ্কা

২৪ মে ২০২৪

পাপুয়া নিউগিনির ছয় গ্রামে ভূমিধসে ১০০-র বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা৷ অস্ট্রেলিয়ার সরকারি প্রচারমাধ্যম এবিসি এই তথ্য দিয়েছে৷ পাপুয়া নিউগিনি সরকারের পক্ষ থেকে এখনও প্রাণহানির সংখ্যা জানানো হয়নি৷

https://p.dw.com/p/4gEil
পাপুয়া নিউ গিনিতে ভূমিধসের পর উদ্ধারকাজ চলছে
ছয়টি গ্রাম এই ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছেছবি: AFP/Getty Images

রাত তিনটার সময় এঙ্গা রাজ্যে এই ঘটনা ঘটে৷ সেইসময় বেশিরভাগ গ্রামবাসী ঘুমিয়ে ছিলেন৷

রাজ্যের গভর্নর পিটার ইপাটাস এএফপিকে বলেন, ‘ছয়টির বেশি গ্রামে' ভূমিধস হয়েছে৷ এতে ‘মারাত্মক ক্ষতি' হয়েছে বলে জানান তিনি৷

চিকিৎসক দল, সামরিক, পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷

পাপুয়া নিউগিনি রেডক্রসের অন্তর্বতীকালীন মহাসচিব জ্যানেট ফিলমোন এএফপিকে জানান, ভূমিধসের জায়গাটি অত্যন্ত প্রত্যন্ত এবং সেখানে জরুরি সেবা বা ত্রাণ পৌঁছাতে দুই দিন লেগে যেতে পারে৷

রেডক্রস ধারণা করছে হতাহতের সংখ্যা ১০০ থেকে ৫০০ পর্যন্ত হতে পারে৷ তবে ‘আরও পরিষ্কার ধারণা পাওয়ার চেষ্টা চলছে' বলে জানান ফিলমোন৷

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে৷

ভূমিধসের কারণ জানা যায়নি৷ তবে রেডক্রস কর্মকর্তা ফিলমোন বলছেন, ঐ এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া যায়নি৷ ঐ এলাকায় সোনার খনি আছে৷ মানুষ হয়ত গ্রাম সংলগ্ন পাহাড়ে সোনার জন্য খোঁড়াখুঁড়ি করে থাকতে পারে৷ এছাড়া আরেকটি কারণ হতে পারে ভারি বৃষ্টি৷

বিষুবরেখার দক্ষিণের কাছে অবস্থিত হওয়ায় ঐ এলাকায় প্রায়ই ভারি বৃষ্টিপাত হয়৷

মার্চ মাসে পাশের রাজ্যে ভূমিধসে অন্তত ২৩ জন মারা গিয়েছিলেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য