dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
সুন্দরবন উপকূলে বেড়ে চলেছে লবণাক্ততা৷ পানীয় জলেও এর ক্রমবর্ধমান উপস্থিতি বিশেষ করে ঝুঁকিতে ফেলছে গর্ভবতী নারীদের স্বাস্থ্যে৷ পর্যাপ্ত গবেষণা না থাকায় এ নিয়ে আলোচনাও পাচ্ছে না যথেষ্ট গুরুত্ব৷
প্রতিবেদনটি জার্মান পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ডয়চে ভেলের পরিবেশ সাংবাদিকতা প্রকল্প- ইকোফ্রন্টলাইন্স এর অধীনে নির্মিত৷ প্রকল্পের মোবাইল পরিবেশ সাংবাদিকতা প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চতুর্থ স্থান অধিকার করেছেন প্রতিবেদক সোহান রাহাত৷