পাক অভিযোগ খারিজ ভারত, আফগানিস্তানের
ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিল পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রকের দাবি, আফগানিস্তানে জঙ্গিদের প্রশিক্ষণ এবং অর্থ সাহায্য করছে ভারত। উদ্দেশ্য পাকিস্তানে হামলা করা এবং বালুচিস্তানে চীনের স্বার্থ বিঘ্নিত করা। পাক বিদেশমন্ত্রীর দাবি ছিল, তিনি জাতিসংঘে এর প্রমাণ দেবেন।
পাক বিদেশ মন্ত্রকের দাবি, পাকিস্তানি তালেবান এবং অন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ভারত অর্থ সাহায্য করছে। প্রশিক্ষণ দিচ্ছে। উদ্দেশ্য, বালুচিস্তানে চীন যে সড়ক তৈরি করছে এবং অন্য পরিকাঠামোগত প্রকল্পের কাজ করছে, তাতে বাধা দেওয়া। পাক সেনার দাবি, আফগানিস্তানে ৬৬টি ও ভারতে ২১টি জঙ্গি প্রশিক্ষণ শিবির রয়েছে। সেখান থেকে জঙ্গিদের পাকিস্তানে ঢোকানো হচ্ছে।
কিন্তু ভারত ও আফগানিস্তান পাকিস্তানের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। রোববার ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, ''পুরোটাই বানানো এবং কাল্পনিক। তারা যে প্রমাণ দেয়ার কথা বলছে তাতেও কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পাকিস্তানের এই প্রচারে আন্তর্জাতিক দুনিয়া সাড়া দেয়নি, দেবেও না।''
আফগান সরকারও জানিয়েছে, তাদের জমিতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে না। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ''আমরাই সন্ত্রাসবাদের শিকার। আমরা সব ধরনের সন্ত্রাসের সঙ্গে লড়ছি। আমরা কখনোই আমাদের জমি সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করতে দেব না।''
আর দিন কয়েকের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তান যাবেন। সেখানে তিনি মূলত আফগান শান্তি প্রক্রিয়া নিয়েই কথা বলবেন।
জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)