পাকিস্তানে বায়ুদূষণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত দুই সপ্তাহ ধরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত খারাপ হয়েছে৷ প্রদেশটির স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ করার পাশাপশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে৷
রেকর্ড পরিমাণ দূষণ
পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী লাহোরে ধোঁয়ার কারণে সেখানকার অধিবাসীদের চোখ ও গলায় প্রদাহ শুরু হয়েছে৷ ভারতের সীমান্তবর্তী এই রাজ্যটিতে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ বসবাস করেন৷ লাহোরে বেশ কিছু শিল্প কারখানা থাকায় বিশ্বে এটি সবচেয়ে দূষিত শহরগুলোর একটি হিসেবে বিবেচিত হয়৷ তবে দূষণের মাত্রা এ মাসে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে৷
দূষিত মেঘ
কারখানা ও যানবাহন থেকে নির্গত নিম্ন মানের জ্বালানি বাতাসকে করে তুলেছে দূষিত৷ পাশাপাশি ফসলের উচ্ছিষ্ট অংশ আগুনে পোড়ানোয় বায়ুমণ্ডল বেশ ঘোলাটে হয়ে গেছে৷ যে কারণে অঞ্চলটিতে শীতে স্বাভাবিকের চেয়ে বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে৷
বন্ধ রাখা হয়েছে স্কুল
পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরসহ চারটি বড় শহরে নভেম্বরের মাঝামাঝি নাগাদ সব স্কুল বন্ধ রাখা হয়েছে৷ দূষণের হাত থেকে শিশুদের রক্ষা করতে এই উদ্যোগ নেয়া হয়েছে৷ বিশেষত স্কুলে যাওয়া ও স্কুল থেকে ফেরার সময়টিতে দূষণের মাত্রা প্রায়ই সবচেয়ে বেশি থাকে৷
মাস্ক বাধ্যতামূলক
ভারতের সীমান্তবর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাফিয়া ইকবাল বলেন, ‘‘বাচ্চারা ক্রমাগত কাশি ও অ্যালার্জিজনিত সমস্যায় আক্রান্ত হচ্ছে৷ প্রায়ই তারা শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ছে৷’’ ইন্টারন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩০০ অথবা তার অধিক দূষণের মাত্রাকেই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়৷ তবে পাকিস্তানের ক্ষেত্রে সবসময় এই সংখ্যাটি ১০০০ এর বেশি৷
রিকশা ও বারবিকিউ নিষিদ্ধ
১৭ নভেম্বর পর্যন্ত পার্ক, খেলার মাঠ, ঐতিহাসিক স্থাপনা, যাদুঘর ও বিনোদন কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ সড়কে ‘টু-স্ট্রোক’ ইঞ্জিনচালিত অটোরিকশা ও শহরের প্রাণকেন্দ্রে কিছু রেস্তোরাঁতে বারবিকিউ করতে আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
ভয়ানক স্বাস্থ্যঝুঁকি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বায়ুদূষণের কারণে স্ট্রোক, ফুসফুসে ক্যানসার, শ্বাসতন্ত্রে সংক্রমণ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে৷ শিশু ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন৷ রাজ্যের বিভিন্ন স্থানে জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে৷ শুধুমাত্র মঙ্গলবার (১২ নভেম্বর) লাহোরে ৯০০ মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷