পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ২০ খনিকর্মী নিহত
১১ অক্টোবর ২০২৪বেলুচিস্তানের ডাকি এলাকায় জুনাইদ কয়লা খনিতে এই ঘটনা ঘটে বলে জানান পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান নাসির৷
খনিতে রকেট ও গ্রেনেড হামলা হয়েছে বলেও জানান তিনি৷
হতাহতদের বেশিরভাগই বেলুচিস্তানের পশতু ভাষাভাষী এলাকার বাসিন্দা৷ নিহতদের মধ্যে তিনজন ও আহতদের মধ্যে চারজন আফগান ছিলেন৷
এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি৷
বেলুচিস্তানের সমস্যা
আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত এই প্রদেশ পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ৷
কয়েক দশক ধরে সেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে৷ তাদের অভিযোগ, ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের ধনীরা বেলুচিস্তানের সম্পদ থেকে লাভবান হচ্ছেন, কিন্তু লাভের অংশ বেলুচিস্তানের জনগণ পাচ্ছে না৷
বিচ্ছিন্নতাবাদীদের ঠেকাতে সামরিক বাহিনী ব্যবহার করে আসছে পাকিস্তান সরকার৷
সোমবার করাচি বিমানবন্দরের কাছে এক হামলায় চীনের দুই নাগরিক নিহত হন৷ বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি' এই হামলার দায় স্বীকার করেছে৷
চলতি সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দিয়েছিল৷ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ও পাকিস্তানি তালেবান হামলার পরিকল্পনা করছে বলে সতর্ক করে দিয়েছিল মন্ত্রণালয়৷
আগামী সপ্তাহে ইসলামাবাদে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন হওয়ার কথা৷ চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নেওয়ার কথা৷
জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স)