1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজপাকিস্তান

পাকিস্তানে কূটনীতিকদের কনভয়ে হামলা, নিহত এক

২৩ সেপ্টেম্বর ২০২৪

কূটনীতিকদের নিয়ে কনভয়টি ইসলামাবাদে ফিরছিল, সে সময় রাস্তার ধারে বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ।

https://p.dw.com/p/4kxRA
পাকিস্তানে কূটনীতিকদের কনভয়ে হামলা
ছবি: Sherin Zada/AP Photo

রোববার কয়েকজন বিদেশি কূটনীতিক খাইবার পাখতুনখোয়া অঞ্চলে বেড়াতে গেছিলেন। এই অঞ্চলটি আফগানিস্তান সীমান্তে। পাকিস্তানি তালেবানদের একটি অংশ এই অঞ্চলে শক্তিশালী। খাইবার পাখতুনখোয়া থেকে কূটনীতিকদের কনভয় যখন সোয়াট অঞ্চলের মালাম জাব্বায় পৌঁছায় তখন রাস্তার ধার থেকে আইইডি-র সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ। ঘটনায় একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। তিনজন আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কূটনীতিকদের দলটিকে সুরক্ষিত অবস্থায় ইসলামাবাদে পৌঁছে দেয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ''কনভয়ে থাকা পুলিশের প্রথম গাড়িটি বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যে পুলিশ অফিসার নিহত হয়েছেন, তিনি ওই গাড়িতেই ছিলেন।''

বেলুচিস্তানে সশস্ত্র হামলায় নিহত ৭৩

ইন্দোনেশিয়া, ইথিয়োপিয়া, কাজাখস্তান, পর্তুগাল, বসনিয়া, জিম্বাবোয়ে, রায়ান্ডা, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া, তাজিকিস্তানের কূটনীতিকেরা ওই কনভয়ে ছিলেন। তারা সকলে একসঙ্গে খাইবার পাখতুনখোয়ায় বেড়াতে গেছিলেন। পাকিস্তানে প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের পর দ্রুত তাদের ইসলামাবাদে পৌঁছে দেওয়া হয়। সকলেই সুস্থ আছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঘটনার নিন্দা করেছেন এবং মৃত পুলিশ অফিসারের পরিবারের পর্তি সমবেদনা জানিয়েছেন।

এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবান এর সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ২০২২ সাল থেকে এই অঞ্চলে লাগাতার আক্রমণ চালাচ্ছে তারা। ২০২৩ সালে জঙ্গিদের আক্রমণে ৯৩০ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই হাজার মানুষ। গত অগাস্টে দুইদিন ধরে জঙ্গিরা আক্রমণ চালিয়েছে। তাতে ৮৪ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।

এসজি/জিএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)