1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানে আবারও শিয়া-সুন্নি সংঘাত: নারী-শিশুসহ নিহত ১৬

১৩ অক্টোবর ২০২৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/4ljTd
পাকিস্তানের কুররাম জেলায় সেনাসদস্যদের সতর্ক অবস্থান৷
গত কয়েক মাস ধরেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সুন্নি ও শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সহিংস রূপ নিচ্ছে৷ছবি: Basit Gilani/AFP

গত কয়েক মাস ধরেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সুন্নি ও শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সহিংস রূপ নিচ্ছে৷

কুররাম একসময় আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল৷ এই অঞ্চলটিতে সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক বছরে শত শত মানুষ নিহত হয়েছেন৷

শনিবার সুন্নিদের একটি দল আধাসামরিক সেনাসদস্যদের নিরাপত্তা নিয়ে ভ্রমণ করছিলেন। তখন তারা আক্রমণের শিকার হন বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন কুররাম প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা৷

তিনি জানিয়েছেন, "এই হামলায়, তিন নারী এবং দুই শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন৷''

পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার পুলিশ হামলার জবাবে গুলি চালালে দুই হামলাকারী নিহত হন। নিহতদের শিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এই কর্মকর্তা।

জুলাই এবং সেপ্টেম্বরে আরো কয়েকটি সংঘর্ষে অনেকে নিহত হয়েছিলেন। জিরগা নামের গোত্রীয় কাউন্সিল যুদ্ধবিরতি ঘোষণা পর এই সহিংসতা বন্ধ হয়েছিল।

নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর প্রশাসনিক কর্মকর্তারা আরেকটি যুদ্ধবিরতির চেষ্টা করছেন।

পাকিস্তানে গোত্রীয় ও পারিবারিক কলহ সাধারণ ঘটনা। তবে খাইবার পাখতুনখোওয়ার প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা প্রায়শই দীর্ঘায়িত রূপ নেয়।

সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে শিয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্য ও সহিংসতার শিকারহয়ে আসছে।

এডিকে/টিএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান