dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
বাবা মাংসের দোকানের কর্মচারী৷ কলকাতার তপসিয়ার ঘিঞ্জি বস্তি অঞ্চলে এক চিলতে ঘরে বড় হওয়া৷ সেখানেই পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক উর্দু মাধ্যমে প্রথম স্থান পেয়েছে বেলাল৷ মূলস্রোতের বাইরে যে মেধাবীদের খবর কেউ রাখে না৷ সন্ধান করল ডিডাব্লিউ৷