একটু আয়েশ!
তাঞ্জানিয়ার গম্বে স্ট্রিম ন্যাশনাল পার্কে দশ মাস বয়সি এই শিশু শিম্পাঞ্জিটি তার মায়ের শরীরে হেলান দিয়ে আয়েশ করছে৷ এই বয়সেই বোধ হয় এমন নিশ্চিন্তভাবে আরাম করা যায়৷ কারণ, বড় হলে তো অনেক কিছু চিন্তা করতে হয়৷ বসবাসের জন্য মানুষ বনজঙ্গল কেটে ফেলায় শিম্পাঞ্জিদের আবাস কমে যাচ্ছে৷ লাভের আশায় অনেকে শিম্পাঞ্জির মাংসের ব্যবসা করেন৷ এছাড়া অনেকে শখের বসে শিম্পাঞ্জি পুষে থাকেন৷