নীল নদের তীরে বাস করা মিশরের সংখ্যালঘু নুবিয়া সম্প্রদায় আয় বাড়াতে কুমির পালেন৷ যদিও শুধু আয়ের উৎস হিসেবে নয় বরং কুমির নুবিয়া জনগোষ্ঠীর সংস্কৃতিতে মিশে আছে৷ ফারাও রাজত্বের সময় থেকেই নুবিয়ানরা নীল নদের তীরে বসবাস করছে৷ তাদের নিজস্ব ভাষাও রয়েছে৷
এসএনএল/জেডএইচ (এএফপি)