এখানে তুমি পাবে কোর্সের গঠন (সিরিজ 3)-এর ব্যাখ্যা এবং কার্যকরী ব্যবহারের নির্দেশ – এছাড়াও আপনারা পাবেন জার্মানির ইতিহাস, বিশেষ করে বার্লিনের ইতিহাসের রূপরেখা, বার্লিন শহরের মানচিত্র, এবং তা ছাড়াও মাসের নাম, সঠিক দিক নির্দেশের নাম, 100 থেকে 1000-এর মধ্যে সংখ্যাগুলি এবং জার্মানিতে বছরের গণনা সম্পর্কে তথ্য পাবেন।