dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
স্ট্রিট আর্ট এখন বেশ চিত্রকলার জনপ্রিয় এক শাখায় পরিণত হচ্ছে৷ কিন্তু ল্যান্ড আর্টের নাম কয়জনই বা জানেন৷ মাঠ বা অন্য খোনো খোলা জায়গায় রঙের খেলায় বিশাল সব চিত্রকর্ম ফুটিয়ে তোলার নামই হচ্ছে ল্যান্ড আর্ট৷ তবে এমন আর্ট দেখতে হবে আকাশ থেকে বা অনেক দূর থেকে৷ এমন সুন্দর কিছু ল্যান্ড আর্টের গল্প এবার শোনাবো আপনাদের৷