পরিবহন শ্রমিকদের স্বেচ্ছা কর্মবিরতিতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরের বেশ কিছু জেলায় গত দু'দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে৷ বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও দূরপাল্লার বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে৷ বুধবার সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান ধর্মঘট৷
সড়কে এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটে থাকা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে ধর্মঘটের অবসান হবে বলে সরকারি দলের নেতারা আশা করছেন৷
তবে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান বুধবার সকালে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘দেশজুড়ে তাদের কর্মবিরতি চলছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে৷ গতকাল (মঙ্গলবার) আমরা কর্মসূচি ঘোষণা করার পর রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হয়েছিল৷ কিন্তু সেখানে দাবি পূরণে কোনো আশ্বাস পাইনি, এজন্য কর্মবিরতি চলছে, এটা চলবে৷’’
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
নতুন আইন যেভাবে
গত বছর বাসের চাপায় দুই স্কুল ছাত্রীর মৃত্যুর পর ঢাকায় শুরু হয় শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন৷ এরপর শাস্তির বিধান কঠোর করে সড়ক পরিবহন আইন, ২০১৮ প্রণয়ন করে সরকার৷ ১ নভেম্বর থেকে তা কার্যকরের জন্য ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
শুরুতেই জটিলতা
আইনটি বাস্তবায়নে শুরুতেই দেখা দেয় জটিলতা৷ ট্রাফিক পুলিশের সফটওয়্যার আপডেট না করায় নতুন হারে জরিমানা আদায় করা যায়নি এক নভেম্বর থেকে৷ তৈরি হয়নি আইনের প্রয়োজনীয় বিধিমালাও৷ আইনের প্রয়োগ তাই শুরু হচ্ছে পরবর্তী সপ্তাহ থেকে৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
লাইসেন্স ছাড়া গাড়ি
গাড়ি চালাতে হলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ না হলে ভোগ করতে ৬ মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
লাইসেন্স হস্তান্তর
একজনের ড্রাইভিং লাইসেন্স আরেকজনকে দেয়া যাবে না৷ এজন্য এক মাসের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
লাইসেন্স লাগবে কন্ডাক্টরেরও
গণপরিবহনে কন্ডাক্টরের জন্যেও লাইসেন্স লাগবে৷ লাইসেন্স ছাড়া কেউ এই দায়িত্ব পালন করলে তার এক মাসের জেল, পাঁচ হাজার টাকা পরিমানা হতে পারে৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
নিবন্ধন ছাড়া গাড়ি
নিবন্ধন ছাড়া কোন মোটরযান ব্যবহার করলে শাস্তি ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
ফিটনেস সনদ
ফিটনেস সনদ ছাড়া, মেয়াদোত্তীর্ণ সনদ ব্যবহার করে বা ঝুঁকিপূর্ণ মোটরযান চালালে ছয় মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার মুখে পড়তে হতে পারে৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
অবৈধ স্থাপনা
মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের শাস্তি দুই বছর জেল ও পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
রাস্তা পারাপারে সাবধান
মোটরযান এবং পথচারীদের চলাচলে ট্রাফিক সাইন বা সংকেত মেনে চলতে হবে৷ জেব্রা ক্রসিং, ফটওভার ব্রিজ, আন্ডারপাস সুবিধা থাকলে সেগুলো ব্যবহার করে পথচারীদের পারাপার হতে হবে৷ না হলে এক মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
অতিরিক্ত ভাড়া আদায়
গণপরিবহনে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে৷ এর বরখেলাপ বা অতিরিক্ত ভাড়া আদায় করলে এক মাসের জেল, ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
প্রথমবার অপরাধ
ডিএমপি কমিশনার জানিয়েছেন, সড়ক পরিবহন আইনে অপরাধের দায়ে কাউকে জরিমানা করা হলে সেক্ষেত্রে আপিলের সুযোগ আছে৷ প্রথমবার কেউ অপরাধ করলে তাকে সহনীয় পর্যায়ে জরিমানা করা হবে৷
-
নতুন আইনে সড়কে যা করা যাবে না
পোশাকে থাকবে ক্যামেরা
আইন কার্যকর ঠিকমতো করা হচ্ছে কিনা সেজন্য সার্জেন্টের পোশাকে ক্যামেরা লাগানো থাকবে বলে জানান ডিএমপি কমিশনার৷ সেটি বন্ধ থাকলে বুঝে নেয়া হবে, ‘‘অবৈধ কাজের জন্য ক্যামেরা বন্ধ ছিল’’৷
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম৷ তিনি বলেন, ‘‘ট্রাক শ্রমিকরা বিভিন্ন স্থানে বাস চলাচলে বাধা দিচ্ছে৷ বাস শ্রমিকরাও সড়ক আইনের বিরোধিতা করছেন, তারা কাজ করছেন না৷’’
যাত্রী নিয়ে ঢাকা আসার পথে কুমিল্লার আলেখারচরে ট্রাক শ্রমিকরা বাসের হেলপার, চালকদের মারধর করছে এবং গাড়ি আটকে রাখছে বলে জানান আবুল কালাম৷ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মদনপুর ও ডেমরায় বাস আটকে দেওয়া হচ্ছে৷
শাস্তির মাত্রা বাড়িয়ে নতুন সড়ক পরিবহন আইন প্রণয়নের শুরু থেকে তার বিরোধিতা করে আসছিলেন পরিবহন মালিক-শ্রমিকরা৷ সোমবার থেকে আইনটি কার্যকর করার পর কোনো চাপে পিছু হটবেন না বলে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন৷ তা সত্ত্বেও পরিবহন মালিক-শ্রমিকরা দৃশ্যত চাপ বাড়িয়ে দেন৷
আবুল কালাম বলেন, ‘‘সড়ক পবিরহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মোবাইল কোর্ট পরিচালনায় শিথিল হতে বললেও তা হচ্ছে না৷ এ কারণে বাস চালক-শ্রমিকরাও আতঙ্কিত, তারা বাস চালাচ্ছে না৷’’
বুধবার মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, গাড়ি না ছাড়লেও শত শত যাত্রী কাউন্টারের সামনে বা রাস্তার ধারে অপেক্ষা করছেন৷ তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন৷
অনেকেই হঠাৎ করে পরিবহন ধর্মঘট হওয়ায় চরম বিপাকে পড়েছেন৷ বুধবার ঢাকার মিরপুরে কয়েকটি বাস ভাংচুর করেছেন ধর্মঘটী শ্রমিকরা৷ এছাড়া বিআরটিসি বাসের একজন চালক ও যাত্রীকে মারধর করেছেন তারা৷
এসআই/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
গত এপ্রিল মাসের ছবিঘরটি দেখুন...
-
কত বেশি সড়ক দুর্ঘটনা হয় ইউরোপে?
এত সড়ক দুর্ঘটনা জার্মানিতে?
কঠোর নিয়ম কানুন মেনে গাড়ি চালাতে হয় জার্মানিতে৷ তারপরও প্রতি বছর দেশটিতে কয়েক হাজার সড়ক দুর্ঘটনা ঘটে৷ দেশটির ফেডারেল পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে জার্মানিতে ছোট-বড় মিলিয়ে মোট পাঁচ হাজার ৯২৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে৷
-
কত বেশি সড়ক দুর্ঘটনা হয় ইউরোপে?
বেশি দুর্ঘটনা সরকারি যানবাহনে
এ সময়ের মধ্যে ঘটা সড়ক দুর্ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে সরকারি যানবাহনগুলোর সাথে৷ পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের মোট পাঁচ হাজার ৯২৬টি সড়ক দুর্ঘটনার মধ্যে চার হাজার ৫২টি ঘটেছে রাষ্ট্রায়ত্ব বাসের দ্বারা৷ মাত্র ২২৯টি দুর্ঘটনার শিকার ছিল পর্যটকবাহী যানবাহন৷
-
কত বেশি সড়ক দুর্ঘটনা হয় ইউরোপে?
মৃতের সংখ্যা খুব বেশি নয়
পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে জার্মানিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ২২ জন৷ নিরাপদ সড়ক আইন কার্যকর করা ও মেনে চলার কারণেই দুর্ঘটনার ভয়াবহতা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
-
কত বেশি সড়ক দুর্ঘটনা হয় ইউরোপে?
ইউরোপে সড়ক দুর্ঘটনা
ইউরোপিয়ান কমিশনের ২০১৮ সালে প্রকাশিত বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন বলছে, ২০১৬ সালে ইউরোপের দেশগুলোতে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার ছয়শ’৷ আর এ সড়ক দুর্ঘটনাগুলোতে মোট ১৪ লাখ লোক আহত হন৷
-
কত বেশি সড়ক দুর্ঘটনা হয় ইউরোপে?
বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনাকে মানুষের মৃত্যুর অষ্টম প্রধানতম কারণ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর সারা বিশ্বে প্রায় ১৪ লাখ লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়৷