1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন

১৯ জুলাই ২০২১

বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে৷

https://p.dw.com/p/3uGj7
Abdul Mannan | Planungsminister Bangladesch
ছবি: DW/S. Kumar Dey

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টিনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমনা বিভাগের ধানমন্ডি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরিকল্পনামন্ত্রীর চুরি যাওয়া মোবাইল ফোনসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে৷

রোববার থেকে ধারাবাহিক অভিযানে রাজধানীর কয়েকটি এলাকা থেকে মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ সোহাগ ওরফে আরিফ এবং মো. জীবনকে গ্রেপ্তার করা হয়েছে। সেসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, বিভিন্ন মডেলের ১০টি ফোন সেট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়৷

গত ১ জুন রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছিল৷ সে সময় মন্ত্রী বলেছিলেন, “ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।“

কেএম/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)