পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি-ইন্টার্ন চিকিৎসকেরা
২৮ মার্চ ২০২৪সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েকশ' ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক৷সেখানে উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এফসিপিএস ট্রেনিংয়ে কর্মরত চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘আমাদের ছয় মাস পরপর সরকার নির্ধারিত ভাতা দেওয়ার কথা, তা সত্ত্বেও গত নয় মাস ধরে আমাদের কোনো ভাতা দেওয়া হয়নি৷ তাছাড়া, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতকরণ, বিএসএমএমইউর অধীনে ১২টি প্রাইভেট ইনস্টিটিউটের আবাসিক ও অনাবাসিক চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণের দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি৷''
ডা. রাশেদুল ইসলাম আরও বলেন, ‘‘পরশু আমাদের দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে৷ তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন৷ আজ ক্যাবিনেট মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলবেন বলে জানতে পেরেছি৷ পরে হয়তো তিনি আবার আমাদের সঙ্গে কথা বলতে পারেন৷ আমাদের দাবি-দাওয়া পূরণের ব্যবস্থা না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব৷''
চিকিৎসকদের এই আন্দোলনের ঘোষণা আসে গত শনিবার৷ সেদিন চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন চিকিৎসকরা৷ পরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এবং রোববার পর্যন্ত সময় চান তিনি৷ কিন্তু এরপরও কর্মবিরতির ঘোষণা দেয় পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন৷
এফএস/কেএম (দ্য ডেইলি স্টার বাংলা)