1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগনেপাল

নেপালে বন্যা, ভূমিধসে নিহত ১২৬

২৯ সেপ্টেম্বর ২০২৪

নেপালে ভারি মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১২৬ জন নিহত হয়েছেন৷ অনেক মানুষ এখনো নিখোঁজ রযেছেন৷

https://p.dw.com/p/4lChG
উপর থেকে তোলা বন্যাক্রান্ত কাঠমান্ডু শহর
বন্যা এবং ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমালয়ের পাদদশে অবস্থিত রাজধানী কাঠমান্ডু ও এর পার্শ্ববর্তী জেলাগুলোছবি: Gopen Rai/AP/picture allince

নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে৷ নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে সরকার৷ 

মঙ্গলবার থেকে দেশটিতে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে৷ এতে হিমালয় বেষ্টিত দেশটির পূর্বাঞ্চল এবং মধ্যভাগ বেশি ক্ষতির মুখে পড়েছে৷ দেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে৷ দেশজুড়ে স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার৷

রোববার আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতির পর উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ৷

কাঠমান্ডুতে একটি নাকখু নদী উপচে পড়া প্রবল স্রোত
রাজধানী কাঠমান্ডুতে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে৷ছবি: Subaas Shrestha/IMAGO/NurPhoto

বেশি আক্রান্ত রাজধানী

বন্যা এবং ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত রাজধানী কাঠমান্ডু ও এর পার্শ্ববর্তী জেলাগুলো৷ নিহতদের অর্ধেকই রাজধানী এলাকার৷

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী কাঠমান্ডুতে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে৷ আবাসিক এলাকাগুলো পানিতে ডুবে গিয়েছে৷ তাছাড়া ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে৷

বন্যাক্রান্ত একটি এলাকায় তার বেয়ে পার হওয়ার চেষ্টা করছেন দুইজন
বিভিন্ন জেলায় আটকা পড়ে আছেন অনেক মানুষছবি: Subaas Shrestha/IMAGO/NurPhoto

কাঠমুন্ডুর পার্শবর্তী হাইওয়েতে দুটি বাস থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ বাস দুটি মটিতে চাপা পড়েছিল৷ 

হাইওয়েটিতে আরো যানবাহন মাটির নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে৷

আরআর/এফএস (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান