নেপালে বন্যায় নিহত ১৯২
বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে নেপালে৷ বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৯২ জন মারা গেছেন৷
আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল
অতিরিক্ত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে নেপালে ১৯২ জন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন অন্তত ৩২ জন৷ বন্যার কারণে দেশটির স্কুলগুলোয় যাবতীয় কার্যক্রম আগামী ৩ দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে৷
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাঠমান্ডু
৪০ লাখ বাসিন্দার আবাসস্থল রাজধানী কাঠমান্ডুতে এখন পর্যন্ত ৩৭ মারা গেছেন ৷ বন্যার কারণে শহরের সকল স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে৷
বাড়ছে বাগমাতি নদীর পানি
রাজধানীর কিছু এলাকায় ৩২২.২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে৷ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে বাগমাতি নদীর পানি পূর্বের রেকর্ড ২.২ মিটার (৭ ফিট) পর্যন্ত বেড়ে যেতে পারে৷
বাস থেকে মরদেহ উদ্ধার
ভূমিধ্বসে ভেসে যাওয়া দুটি বাস থেকে পুলিশের উদ্ধারকারী দল ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ৷ বাস দুটি পার্শ্ববর্তী শহর থেকে কাঠমান্ডুতে যাওয়ার পথে ভেসে যায়৷
যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন
আবাসিক এলাকাগুলো পানিতে ডুবে গেছে৷ ভূমিধসের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বিছিন্ন৷
নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হছে বাসিন্দাদের
বাগমাতি নদীর পানি বাড়তে থাকায় কাঠমানডুর বাসিন্দাদের নৌকায় করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে ৷ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী কাঠমান্ডুতে এবার গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম বৃষ্টি হয়েছে৷