1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালী কিশোরের আট হাজার মিটার উঁচুতে ওঠার বিশ্বরেকর্ড

১৫ অক্টোবর ২০২৪

নিমা রিঞ্জি শেরপা সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে বিশ্বের আট হাজার মিটার উচ্চতার সকল পর্বত আরোহণের বিশ্ব রেকর্ড গড়েছেন। তাকে স্বাগত জানাতে অসংখ্য শুভাকাঙ্ক্ষী বিমানবন্দরে এসেছিলেন।

https://p.dw.com/p/4lp04
নিমা রিঞ্জি
১৮ বছর বয়সি নিমা রিঞ্জি ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বিশ্বের আট হাজার মিটার (২৬ হাজার ফুট) উচ্চতার ১৪টির পর্বতমালার শীর্ষে আরোহণ করেছেনছবি: Prakash MATHEMA/AFP

১৮ বছর বয়সি এই কিশোর ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বিশ্বের আট হাজার মিটার (২৬ হাজার ফুট) উচ্চতার ১৪টির পর্বতমালার শীর্ষে আরোহণ করেছেন। সোমবার (১৪ অক্টোবর) দেশে ফিরে আসা পর্বতারোহী নিমা রিঞ্জি শেরপাকে স্বাগত জানাতে কাঠমান্ডু বিমানবন্দরে জড়ো হয় উচ্ছ্বসিত জনতা।

৯ অক্টোবর তিনি পর্বতারোহণের মাইলফলক হিসেবে বিবেচিত তিব্বতের শিশাপাংমা পর্বতের চূড়ায় আরোহণ করেন।  নিমা শেরপা কাঠমাণ্ডু বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে আসা সমর্থকদের ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।     

চীন থেকে ফিরে আসার আগে নিমা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পূর্বসূরি শেরপাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন,  "প্রত্যেক শেরপা, যারা তাদের জন্য নির্ধারিত সীমানা অতিক্রম করে স্বপ্ন দেখার সাহস করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা।"

নিমা রিঞ্জি
বিমানবন্দরে নিমা রিঞ্জিকে স্বাগত জানাতে আসেন অনেকেছবি: Monika Malla/REUTERS

তিনি আরো বলেন, "পর্বতারোহণ শারীরিক কষ্টের চেয়েও বেশি।  এটি আমাদের শক্তি, সামর্থ্য ও আবেগের একটি জায়াগা।"

যে অভিজ্ঞতা অভিজ্ঞ পর্বতরোহীদেরও কম

নিমা রিঞ্জি শেরপা পর্বতারোহণ সম্প্রদায়ের একটি পরিবার থেকে এসেছেন।  তার বাবা ও চাচা সেখানকার একটি জনপ্রিয় ট্রেকিং সংস্থা চালান। তবে তিনি মাত্র দুই বছর আগে, অর্থাৎ, তার ১৬ বছর বয়সে পর্বত অভিযান শুরু করেন ।

সাধারণত আট হাজার মিটার উচ্চতার পর্বতারোহণ বলতেই সবাই নেপাল, পাকিস্তান, চীন এবং ভারত এর মধ্য দিয়ে যাওয়া হিমালয় ও কারাকোরাম পর্বতমালার কথাই বেশি মনে করেন। এই পর্বতসমূহের চূড়ায় ওঠার সময় বৈরি আবহাওয়া ও অক্সিজেনের অভাবে অনেকেই মৃত্য বরণ করেন। 

১৯৮৬ সালে ইটালির পর্বতারোহী রাইনহোল্ড মেসনার প্রথম ১৪টি শৃঙ্গের শীর্ষে আরোহণ করেন। এখন পর্যন্ত মাত্র ৫০ জন পর্বতারোহী একই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন।

এসএইচ/ এসিবি (এপি, এএফপি)