নুসানটারা : ইন্দোনেশিয়ায় প্রকৃতি ও আদিবাসীদের শঙ্কা বাড়ানো নতুন রাজধানী?
২০৪৫ সালের মধ্যে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হতে যাচ্ছে নুসানটারা৷ নির্মাণকাজ চলছে৷ এতে সমস্যায় পড়ছেন আদিবাসারী৷ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে৷
নতুন রাজধানী
জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া৷ নতুন রাজধানীর নাম হবে নুসানটারা৷ দুই বছর আগে এটি নির্মাণের কাজ শুরু হয়েছে৷ ২০৪৫ সালের মধ্যে এটি নতুন রাজধানী হিসেবে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে৷ খরচ হবে প্রায় ৩২ বিলিয়ন ডলার৷
অবস্থান
জাকার্তার অবস্থান জাভা দ্বীপে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা দিন দিন কমছে৷ নতুন রাজধানী নুসানটারা তৈরি হচ্ছে বোর্নিও দ্বীপে৷ জাকার্তা থেকে নুসানটারার দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার৷
পরিবেশকর্মীদের উদ্বেগ
বিশ্বের অন্যতম বড় রেনফরেস্টের কাছে রাজধানীটি তৈরি হচ্ছে৷ ঐ রেনফরেস্টে ওরাংওটানসহ বিরল ও বিলুপ্তির আশঙ্কায় থাকা প্রজাতির বানর, চিতাবাঘ আছে৷ পরিবেশকর্মীরা আশঙ্কা করছে, রাজধানী নির্মাণের কারণে সম্ভাব্য পরিবেশগত বিপর্যয় হতে পারে৷
সমস্যায় আদিবাসীরা
বোর্নিও দ্বীপের পূর্ব কালিমান্তান এলাকায় রাজধানী নির্মিত হচ্ছে৷ সেখানে আদিবাসী বালিক সম্প্রদায়ের মানুষেরা বাস করেন৷ নির্মাণকাজ শুরু হওয়ার পর তাদের সমস্যা হচ্ছে বলে ডিডাব্লিউকে জানিয়েছেন তারা৷
দূষিত নদী ও বাতাস
বালিক সম্প্রদায়ের নেতা সিবুকদিন (ছবি) ডিডাব্লিউকে একটি নদী দেখিয়ে বলেন, তাদের পানির উৎস ছিল এই নদী৷ কিন্তু রাজধানীর নির্মাণকাজ শুরু হওয়ার পর সেখানকার পানি দূষিত হয়ে গেছে৷ এখন আর সেই পানি ব্যবহারের উপযোগী নেই৷ তাই পানি কিনতে হচ্ছে বলে জানান আরেক বালিক জাকিয়া৷ আশেপাশের বায়ুও দূষিত হচ্ছে বলে জানান তিনি৷
উচ্ছেদের আশঙ্কা
সিবুকদিন ও জাকিয়া (ছবি) এখন যেখানে বাস করছেন সেটির অবস্থান নতুন রাজধানী থেকে ১০ কিলোমিটার দূরে৷ তবে ইতিমধ্যে রাজধানীর আরও উন্নয়নের অংশ হিসেবে তাদের এলাকা চিহ্নিত করা হয়েছে৷ সিবুকদিন ও জাকিয়ারা ঐ এলাকায় কয়েক প্রজন্ম ধরে বাস করলেও অনেক আদিবাসীর মতো তাদের জমির মালিকানার কাগজপত্র নেই৷ তাই জন্মভিটা থেকে উচ্ছেদের আশঙ্কায় আছেন তারা৷
আরতি একাওয়াতি, প্রিতা কুসুমাপুত্রি/জেডএইচ