1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নুরের পাসপোর্ট তিন দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

৪ মার্চ ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে তিন দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

https://p.dw.com/p/3Yr6S
Nurul Haque Nur - Dhaka University Studentenrat von Bangladesch
ছবি: Privat

নুরের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ বুধবার পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেন বলে জানায় ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

রায়ের পর নুরের আইনজীবী মহসীন রশিদ সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি পাওয়ার তিন দিনের মধ্যে ভিপি নুরকে পাসপোর্ট দিতে বলা হয়েছে৷

তিনি বলেন, ‘‘আবেদন করে নির্ধারিত সময়ে পাসপোর্ট না পেয়ে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্টের ডিজিকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন নুর৷ তাঁদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তাঁর মক্কেল হাইকোর্টে এই রিট করেন৷''

গত ১ অগাস্ট রিট আবেদন করে নুর সাংবাদিকদের বলেছিলেন, ‘‘আমি ডাকসু ভিপি হয়েও এ পর্যন্ত চার বার ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হয়েছি৷ আমি আহত, চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন৷ সে কারণে ২৩ এপ্রিল ইমার্জেন্সি পাসপোর্টের জন্য যথাযথ নিয়মে আবেদন করেছিলাম৷

‘‘২ মে পাসপোর্ট দেওয়ার কথা ছিল৷ কিন্তু রহস্যজনক কারণে দীর্ঘদিন পাসপোর্টটি ঝুলিয়ে রাখা হলো৷ পরে আদালতের শরণাপন্ন হই৷''

ওই রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে৷

রুলে নুরুল হক নুরকে কেন জরুরি ভিত্তিতে পাসপোর্ট দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়৷ ওই রুলই যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে উচ্চ আদালত৷

এসএনএল/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

৯ জানুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য