নির্বাচিত নারী সাংসদ সূচকে শীর্ষে রুয়ান্ডা, বাংলাদেশ ১৭০তম
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন, আইপিইউর সূচক বলছে, নির্বাচিত নারী সাংসদ সংখ্যার বিচারে বিশ্বের ১৮৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭০, ভারতের ১৪৩৷
২৬.৯ শতাংশ নারী সাংসদ
২০২৩ সালে বিশ্বের মোট সাংসদের ২৬.৯ শতাংশ নারী ছিলেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন, আইপিইউ৷ ২০২২ সালে হারটি ছিল ২৬.৫ শতাংশ৷ আর ১০ বছর আগে, ২০১৪ সালে হারটি ছিল ২২.১ শতাংশ৷
শীর্ষে রুয়ান্ডা
পূর্ব আফ্রিকার এই দেশটির সংসদে নারী সাংসদের হার ৬১.৩ শতাংশ৷ দেশটির সংসদের নিম্নকক্ষের ৮০ সাংসদের মধ্যে ৪৯ জন নারী৷ ২০১৮ সালের সেপ্টেম্বরে সে দেশে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়৷
জার্মানির অবস্থান
২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ৭৩৬ জন সাংসদ নির্বাচিত হন৷ এর মধ্যে নারীর সংখ্যা ২৬০, অর্থাৎ ৩৫.৩ শতাংশ৷
১৭০ নম্বরে বাংলাদেশ
৭ জানুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এর মধ্যে ২০টিতে নারীরা সাংসদ নির্বাচিত হয়েছেন৷ অর্থাৎ নির্বাচিত মোট সাংসদের ৬.৭ শতাংশ নারী৷
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অবস্থান
ভুটান ১৭৯ (৪.৩ শতাংশ), মালদ্বীপ ১৭৭ (৫ শতাংশ), শ্রীলঙ্কা ১৭৬ (৫.৩ শতাংশ), ভারত ১৪৩ (১৪.৭ শতাংশ)৷ আইপিইউর সবশেষ প্রতিবেদনে পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের তথ্য নেই৷ তবে দেশটির পাকিস্তান টুডে সংবাদপত্র বলছে, ঐ নির্বাচনে ২৬৬টি আসনের মধ্যে ১২টিতে নারীরা নির্বাচিত হয়েছেন৷ অর্থাৎ ৪.৫১ শতাংশ৷ সে হিসেবে, সূচকে পাকিস্তানের অবস্থান দাঁড়ায় ১৭৮ নম্বরে৷
অর্ধেকের বেশি নারী সাংসদ
কিউবা, নিকারাগুয়া ও মেক্সিকোতে অর্ধেকের বেশি সাংসদ নারী৷ আর অ্যান্ডোরা ও সংযুক্ত আরব আমিরাতে নারী ও পুরুষ সাংসদের সংখ্যা সমান৷
নারী সাংসদ নেই
ওমান, ইয়েমেন ও টুভালুর সংসদে কোনো নারী সাংসদ নেই৷