1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগ সমর্থন করবে আওয়ামী লিগ

১২ জানুয়ারি ২০১২

বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপ শেষ হয়েছে৷ শেষ দিনে বৃহস্পতিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রপতি৷

https://p.dw.com/p/13i8F
নির্বাচন কমিশনের ব্যাপারে আওয়ামী লিগ রাষ্ট্রপতিকে সমর্থন করবেছবি: Mustafiz Mamun

আওয়ামী লীগ নেতারা বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা রাষ্ট্রপতির যেকোন উদ্যোগকে সমর্থন দেবেন৷ আইন পরির্তন করতে চাইলেও তারা আপত্তি করবেন না৷ আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতি যদি সংলাপের আয়োজন করেন তাতেও আপত্তি থাকবেনা আওয়ামী লীগের৷

সংদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের ১৪ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন৷ রাষ্ট্রপতির সঙ্গে তাদের সংলাপ নির্বাচন কমিশন নিয়েই সীমিত ছিল৷ সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির যেকোন উদ্যোগে তাদের সমর্থন আছে৷

তিনি জানান, এজন্য রাষ্ট্রপতি যদি নতুন কোন আইন প্রণয়ন বা আইন পরিবর্তনের উদ্যোগ নেন তাতেও তারা আপত্তি করবেন না৷ তবে তারা মনে করেন, রাষ্ট্রপতি যাই করুন না কেন তা সংবিধান মেনেই করবেন৷

বুধবার বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে দাবি তুলেছে রাষ্ট্রপতির সঙ্গে এনিয়ে কোন কথা হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, নিয়ম অনুযায়ী তারা নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেছেন৷ সংলাপটিও নির্বাচন কমিশন গঠন নিয়েই৷

রাষ্ট্রপতি যদি তত্ত্বাবাধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আরেকটি সংলাপের আয়োজন করেন তাহলে আওয়ামী লীগের অবস্থান কি হবে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতির যেকোন উদ্যোগকে তারা স্বাগত জানাবেন৷

গত ২২শে ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেন৷ আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সংলাপ শেষ হল৷ আগামী  ১৪ই ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন৷ রাষ্ট্রপতি বলেছেন, সব দলের মতামতকে গুরুত্ব দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য