1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজের ইচ্ছে নিজেই পূরণ করলেন তামিম!

৮ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম এবারের আগে কখনো বিপিএল-এর ফাইনাল খেলেননি৷ তাই এবার প্রতিযোগিতার শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহ-খেলোয়াড়দের কাছে তাঁর ফাইনাল খেলা ও শিরোপা জেতার আগ্রহের কথা জানিয়েছিলেন৷

https://p.dw.com/p/3D1y1
ফাইল ছবিছবি: picture alliance/NurPhotoT. Basnayaka

কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস আগেই সে কথা জানিয়েছেন৷ রংপুর রাইডার্সের সঙ্গে ম্যাচ জিতে বিপিএল ফাইনাল নিশ্চিত করার পরপরই কায়েস জানিয়ে দিয়েছিলেন যে, এবার তামিমের জন্য ফাইনালটিও জিততে চান তাঁরা৷

অবশ্য ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে ফাইনাল জিততে তামিমকে সতীর্থদের সহায়তা নেয়ার তেমন প্রয়োজন পড়েনি৷ কারণ, তামিমের অবিশ্বাস্য ব্যাটিংয়ের সুবাদে ১৯৯ রানের বড় স্কোর গড়ে তুলেছিল কুমিল্লা৷ এর মধ্যে তামিম একাই করেন ১৪১ রান! দশটি চার আর ১১ ছক্কার সুবাদে মাত্র ৬১ বলে এই রান করেন তিনি৷ সাকিব, রুবেল, আন্দ্রে রাসেল– একে একে সবার বলই মাঠের বাইরে পাঠিয়েছেন তামিম৷

ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরির মালিক তামিম বিপিএল-এ তাঁর প্রথম শতকের দেখা পান৷ তামিমের করা ১৪১ রান বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস হয়ে গেছে৷ এর আগে সাব্বির করেছিলেন ১২২ রান৷

বিস্ফোরক ব্যাটিং করেই তামিম ক্ষান্ত হননি৷ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করতে তিনি ফিল্ডিংয়ে নেমে সাকিব আর পোলার্ডের মহামূল্যবান দুটি ক্যাচও নিয়েছেন৷ আর তাতেই একসময় ম্যাচ ঢাকার পক্ষে থাকলেও সেটা কুমিল্লার দিকে ঘুরে যায়৷

কুমিল্লার ১৯৯ রানের উত্তর দিতে গিয়ে ঢাকা শুরুটা ভালোই করেছিল৷ রনি তালুকদারের (৩৮ বলে ৬৬ রান) ঝড়ো ব্যাটিংয়ের কারণে ১১ ওভারে ১২০ রান তুলে ফেলেছিল ঢাকা৷ কিন্তু তারপরই সাকিবের ক্যাচটি নেন তামিম৷ এরপর পোলার্ড আর রাসেলের উপর ভর করছিল ঢাকার জয়৷ কিন্তু তামিম সেটিও হতে দেননি৷ পোলার্ডের ক্যাচটিও লুফে নেন তিনি৷

এরপর আর উঠে দাঁড়াতে পারেনি সাকিবের ঢাকা৷ ১৮২ রানে থেমে যায় তাদের যাত্রা৷ কুমিল্লা জেতে ১৭ রানে৷

ফলে প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হলেন তামিম ইকবাল৷

তবে সান্ত্বনা পুরস্কার হিসেবে সাকিব এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির খেতাবটি পেয়েছেন৷ ১৫ ম্যাচে উইকেট পেয়েছেন ২৩টি৷

জেডএইচ/এসিবি