নিউ অরলিন্সে গাড়ি-হামলাকারী একাই ছিল, জানালো এফবিআই
নিউ অরলিন্সে নতুন বছরের অনুষ্ঠানে গাড়ি-হামলা করে ১৪ জনকে হত্যা করা আইএস সদস্য একাই ছিল বলে এফবিআই জানিয়েছে।
একার তাণ্ডব
যুক্তরাষ্ট্রে নিউ অরলিন্সের ঘটনার তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে, আক্রমণকারী একজনই ছিল। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, আক্রমণকারীর সঙ্গে আরো সাহায্যকারী থাকতে পারে। কিন্তু প্রাথমিক তদন্তের পর এফবিআই জানিয়েছে, আইএস সমর্থক একাই এই কাজ করেছে।
ফেসবুকে ভিডিও পোস্ট করে
এফবিআইয়ের সহকারী ডিরেক্টর ক্রিস্টোফার রাইয়া সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রথম ভিডিওতে আক্রমণকারী জানায়, সে তার পরিবার ও বন্ধুদের ক্ষতি করার কথা প্রথমে ভেবেছিল। কিন্তু তার মনে হয়, এরপর মিডিয়ার খবরে 'বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে যুদ্ধ' বিষয়টি গুরুত্ব পাবে না।
আইএসে যোগ দেয়া নিয়ে
আক্রমণকারী জানায়, গত গ্রীষ্মের আগে সে আইএসে যোগ দেয়। এফবিআই কর্তা রাইয়া বলেছেন, এই ঘটনা জঙ্গি হামলা ছাড়া আর কিছু নয়। আগে থেকে ঠিক করে এই কাজ করা হয়েছে। এফবিআই তার আইএসে যোগ ও চরমপন্থা নিয়ে তদন্ত করে যাচ্ছে। তাকে বিদেশ থেকে কোনো ব্যক্তি বা সংস্থা নির্দেশ দিয়েছিল, এমন কোনো তথ্য এফবিআইয়ের কাছে নেই।
এফবিআই যা বলেছে
এফবিআই জানিয়েছে, আক্রমণকারীর ব্যবহার করা দুইটি ল্যাপটপ তারা পরীক্ষা করে দেখছে। তার তিনটি সেলফোনও পরীক্ষা করা হচ্ছে। আক্রমণকারী মার্কিন সেনাবীহিনীর সঙ্গে ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত যুক্ত ছিল। সে ইস্ট হিউস্টনে থাকত। সেখান থেকে রাত দেড়টা নাগাদ ভাড়া করা পিক আপ ভ্যান নিয়ে ঘটনাস্থলে আসে।
পরিবারের বক্তব্য
আক্রমণকারীর বাবা ও ভাই সিএনএনকে জানিয়েছেন, তারা বিশ্বাস করতে পারছেন না, নম্রভাষী মানুষটি কী করে এই কাজ করলো। ভাই জানিয়েছে, আক্রমণকারী কোনোদিন বলেনি, সে আইএসে যোগ দিয়েছে। সে এই ধরনের কাজ করতে পারে তারও কোনো আভাস দেয়নি।