নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার রেকর্ড ভারতের
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান করলো ভারত। হলো একগুচ্ছ লজ্জার রেকর্ড।
দেশের মাটিতে সবচেয়ে কম স্কোর
এটাই এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের দেশের মাটিতে সবচেয়ে কম স্কোর। এর আগে দেশের মাটিতে সবচেয়ে কম রান ছিল ৬৭। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৭ রানে সকলে আউট হয়ে গেছিলেন।
তৃতীয় সবচেয়ে কম রানের স্কোর
ভারত এর আগে বিদেশে টেস্ট ম্যাচে এর থেকেও কম স্কোর করেছিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৩৬ রানে। ১৯৭৪ সালে যুক্তরাজ্যের লর্ডসে ভারতীয় দলের ইনিংস শেষ হয় ৪২ রানে। তারপরই দেশের মাটিতে এই লজ্জাকর রেকর্ড করলেন রোহিত, বিরাটরা।
এশিয়ায় সবচেয়ে কম স্কোর
এশিয়ার কোনো মাঠে সবচেয়ে কম রান করলো ভারতীয় দল। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ফয়সলাবাদে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ইনিংস শারজায় ৫৩ রানে শেষ হয়।
পাঁচ ব্যাটারের শূন্য
বেঙ্গালুরু টেস্টে পাঁচজন ভারতীয় ব্যাটার শূন্য রানে আউট হন। তার মধ্যে আছেন বিরাট কোহলি, সরফরাজ খান, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন।
বিরাটের ৩৮তম শূন্য
এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮ বার শূন্য রানে আউট হলেন। ভারতে তার আগে আছেন শুধু জাহির খান ও ইশান্ত শর্মা। জাহির ৪৩ বার ও ইশান্ত ৪০ বার শূন্য রানে আউট হয়েছেন।
১৫ রানে সাত উইকেট
ভারতের শেষ সাত উইকেট পড়েছে মাত্র ১৫ রানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুণাতে ২০১৭ সালে একই ঘটনা ঘটেছিল। সেই রেকর্ড ছুঁয়েছেন রোহিত শর্মার দল।
১০ উইকেটই পেসাররা নিয়েছেন
ভারতের ১০ উইকেটই নিয়েছেন পেসাররা। ২০১২ সালে নিউজিল্যান্ডের পেসাররা একইরকমভাবে ১০ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড তারা আবার ছুঁলেন।
পিচের চরিত্র বুঝিনি, বললেন রোহিত
ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রথম দিনের খেলার শেষে সাংবাদিকদের মুকোমুখি হয়েছিলেন। তিনি স্বীকার করে নিয়েছেন, পিচের চরিত্র বুঝতে পারেননি। তাই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পিচে ঘাস না থাকায় তার মনে হয়েছিল, প্রথম দিকে পেসারদের সামলে নিতে পারলে পরে আর সমস্যা হবে না। রোহিতের বক্তব্য, একটা দিন সকলের খারাপ যেতে পারে। এমনটা হয়। তারা সবাই খারাপ খেলেছেন বলে স্বীকার করেছেন তিনি।