1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

নিউইয়র্কে গুলি, নিহত এক, আহত অন্তত ছয়

২৯ জুলাই ২০২৪

নিউইয়র্কের রচেস্টারসিটির একটি পার্কে এই ঘটনা ঘটেছে। বন্দুকধারীর পরিচয় এখনো জানায়নি পুলিশ।

https://p.dw.com/p/4iqIN
নিউ ইয়র্ক পুলিশ
নিউ ইয়র্কে গুলি, নিহত একছবি: Caitlin Ochs/REUTERS

রোববার বিকেল ৬টা ২০ নাগাদ নিউইয়র্ক পুলিশের কাছে ফোন যায়। বলা হয়, রচেস্টারের একটি পার্কে বহু মানুষ একটি জমায়েতে যোগ দিয়েছেন। সেখানেই আচমকা গুলি চলতে শুরু করেছে। সকলে পালাচ্ছেন। অনেকরই বুলেট লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ঘটনায় ২০ বছরের এক যুবকের মৃত্য়ু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনের আঘাত তত বেশি নয়। তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বন্দুকধারীর পরিচয় এখনো জানায়নি পুলিশ। ঘটনাস্থলে একাধিক অঞ্চলের পুলিশ উপস্থিত হয়েছে। গোটা এলাকা তারা ঘিরে দিয়েছে। বন্দুকধারীকে আদৌ গ্রেপ্তার করা গেছে কি না, তা-ও স্পষ্ট নয়।

ঘটনার পর নাগরিক সমাজের একটি অংশ ফের বন্দুকের লাইসেন্স অবাধে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। জো বাইডেনের সরকার বন্দুক আইন নিয়ে বড়সড় পরিবর্তনের কথা বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত তা সেভাবে কার্যকর হয়নি। আর তার মধ্যেই একের পর এক ঘটনা ঘটে চলেছে অ্যামেরিকায়।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)