dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
পোশাকের দোকানে ‘মডেল পতুল’ নারী হলে, সেগুলোরও মাথা থাকা চলবে না৷ আফগানিস্তানের হেরাত প্রদেশে দোকান মালিকদের এমন নির্দেশ দিয়েছে তালেবান৷ তাদের দাবি, মানুষের আকৃতি নকল করে তৈরি এসব পুতুল ‘অনৈসলামিক’৷
এডিকে/এসিবি (এএফপি)