1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
শিরিন এবাদিছবি: DW

‘নারী অধিকারের জন্য চাই নারী বিপ্লব’ : শিরিন এবাদি

৪ নভেম্বর ২০১১

মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকায় বিপ্লব আর পালাবদলের পদধ্বনি৷ এই বিপ্লবের সময়েই নারীকে এগিয়ে আসতে হবে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে৷ এই আহ্বানই জানালেন নোবেল বিজয়িনী ইরানি লেখিকা শিরিন এবাদি৷

https://p.dw.com/p/135Ef

শিরিন এবাদি ইরানের নামজাদা লেখিকা, নারী অধিকারের প্রবক্তা এবং গোটা বিশ্বে একজন পরিচিত মানবতাবাদী৷ নোবেল বিজয়ী এই সম্মানিত নারীর বক্তব্য খুব পরিষ্কার৷ তিনি ১৯৭৯ সালের আরব বিপ্লবের উদাহরণ তুলে বলছেন, সে সময়ে শাহ'এর শাসনমুক্ত ইরানে দেখা গিয়েছিল, ইসলামি অনুশাসন জাঁকিয়ে বসেছিল সে দেশে৷ ফলে বিপ্লবের পরবর্তীতে দেখা গেছে মহিলারা অনেক বেশি সমস্যার শিকার হয়েছেন৷ তাঁদের ধর্মীয় গোঁড়ামির কুফল ভোগ করতে হয়েছে৷

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার একাধিক দেশে এখন বিপ্লব আর পট পরিবর্তনের হাওয়া৷ প্রথমে মিশর থেকে শুরু হওয়া সেই বিপ্লব এখনও বেশ কিছু দেশে তার প্রভাব খাটিয়ে চলেছে৷ শিরিন এবাদি সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আরব বিশ্ব জুড়ে বিপ্লব সফল হয়েছে, একথা মেনে নিতে রাজি নন তিনি৷ তিনি বলেছেন, আরব দুনিয়ায় গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ চেহারায় হাজির না হচ্ছে, ততক্ষণ একথা বলা যাবেনা৷ যাবেনা কেন, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এবাদির মন্তব্য, সমাজের অর্ধেক অংশ অর্থাৎ নারীজাতির জাগরণের দিকটিকেও দেখতে হবে খোলা চোখে৷

Flash-Galerie Tausende demostrieren wieder auf Tahrir-Platz in Kairo
কায়রোর তাহরির স্কোয়্যার, সেই বিপ্লবের দিনগুলিতে (ফাইল ছবি)ছবি: dapd

গণতন্ত্র এবং বিপ্লবের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে এবাদি একাধিক উদাহরণ দিয়েছেন৷ বলেছেন, মিশর সহ যেসব দেশে বিপ্লব সাফল্য পেয়েছে এ পর্যন্ত, তাদের মধ্যে কিছু ক্ষেত্রে দেখা গেছে, ইসলামিক অনুশাসন বা ধর্মীয় গোঁড়ামি পূর্ণমাত্রায় ফিরে এসেছে বিপ্লবের পর৷ উদাহরণ দিয়ে এবাদি টিউনিশিয়ার প্রসঙ্গ টেনেছেন৷ যে দেশে বিপ্লব পরবর্তী শাসকরা নারী অধিকারকে অনেকাংশে খর্ব করে দিয়েছেন বলে তিনি মনে করেন৷ ফলে সেদেশের নারীরা এ বিষয়ে নিজেদের উদ্বেগ চেপে রাখেন নি৷

আরব বিশ্বের নারীদের জন্য এবাদির পরামর্শ খুব স্পষ্ট৷ মানবাধিকারবাদী এবং নারী অধিকারের পক্ষে সংগ্রামরত এই বিদূষী নারী তাই নারীদের নিজেদেরকে সোচ্চার হতে বলেছেন৷ বলেছেন, মেয়েরা যদি নিজেরাই নিজেদের অধিকারের জন্য আন্দোলনে না নামেন, তাহলে কখনোই সেই অধিকার তাঁদের হস্তগত হবে না৷ আরব দুনিয়ার এই অস্থির পরিস্থিতিতে বিশেষ করে নারীদের অগ্রগমনে শিরিন এবাদির মত চিন্তাশীল নারীর এই মন্তব্য গুরুত্বপূর্ণ যে তাতে সন্দেহ নেই৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

এই আইনের বিরোধিতা করে পথে নেমেছে একাধিক সংগঠন। ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের ‘অপব্যবহার' চলছেই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান