dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
একদিকে জলবায়ু পরিবর্তন, অন্যদিকে বসত ধ্বংস ও খাবারের অভাবে নামিবিয়ার বনভূমির প্রাণীরা চলে আসছে লোকালয়ে৷ ফসলের খামার থেকে শুরু করে গবাদিপশুর ওপর হামলা চালাচ্ছে বন্যপ্রাণীরা৷ একসময় বন্যপ্রাণী হত্যা করলেও এখন বাসিন্দারা কিভাবে সহাবস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, সে পরিকল্পনা করছেন৷