1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজনাইজেরিয়া

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা, মৃত ৪৮

৯ সেপ্টেম্বর ২০২৪

মধ্য নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। মৃত অন্ততপক্ষে ৪৮ জন।

https://p.dw.com/p/4kPhq
দুর্ঘটনাস্থলে পোড়া ট্রাক।
নাইজেরিয়ায় ট্রাকের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষে মৃত ৪৮ জন। ছবি: Niger State Gov/dpa/picture alliance

নাইজেরিয়ার এমারজেন্সি রেসপন্স এজেন্সি জানিয়েছে, নাইজার রাজ্যে এই ঘটনা ঘটেছে

মৃতদের চেহারা চেনার আর কোনো উপায় নেই। তাদের পুরো দেহ পুড়ে গেছে। দুর্ঘটনাস্থলের কাছে তাদের গণকবর দেয়া হয়েছে।

কতজন আহত হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি।  ট্রাকটিতে করে গবাদি পশুও নিয়ে যাওয়া হচ্ছিল। অন্তত ৫০টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

নাইজার স্টেট এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ডিরেক্টর জেনারেল আবদুল্লাহি বাবা-আরব জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

নাইজেরিয়ার মিডিয়া জানিয়েছে, ট্রাকের মধ্যে যাত্রী ও পশু ভর্তি ছিল। ট্রাকটি উত্তর ক্যানো রাজ্যে যাচ্ছিল।

গভর্নরের আবেদন

নাইজারের গভর্নর মোহাম্মদ উমায়ু বাগো এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

তিনি আবাসিকদের বলেছেন, উপদ্রুত এলাকায় যেন শান্তি বজায় থাকে এবং চালকদের কাছে তার আবেদন, তারা যেন সতর্ক হয়ে গাড়ি চালান এবং পথের নিয়ম মেনে চলেন।

নাইজেরিয়াতে গুরুতর পথ দুর্ঘটনা প্রায়ই হয়।

নাইজেরিয়ার কেন্দ্রীয় সড়ক নিরাপত্তা সংস্থাকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এপি জানাচ্ছে, ২০২০ সালে এক হাজার ৫৩১টি গ্যাসোলিন ট্যাংকার দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল।

জিএইচ/এসজি(এপি, ডিপিএ)