নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৪৭
১৬ অক্টোবর ২০২৪বুধবার (১৬ অক্টোবর) নাইজেরিয়ার পুলিশ এই দুর্ঘটনায় ১৪৭ জনের প্রাণহানি ও ১০০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১১.৩০-এর দিকে নাইজেরিয়ার উত্তরের জিগাওয়া প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। ভুক্তভোগীদের অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে ট্যাংকারটির পাশে জড়ো হয়েছিলেন।
ভয়াবহ দুর্ঘটনা
নাইজেরিয়ার সরকারি বার্তা সংস্থা রেডিও নাইজেরিয়া জিগাওয়া প্রদেশের পুলিশের মুখপাত্র শিইশু অ্যাডামের বরাত দিয়ে এই ঘটনাটিকে 'ভয়াবহ দুর্ঘটনা' হিসেবে উল্লেখ করেছে।
কানু প্রদেশ থেকে ইয়োবে প্রদেশের নেগুরু শহরে যাওয়ার পথে ট্যাংকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। সেখানকার স্থানীয় জনগণ 'অতি উৎসাহী' হয়ে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে গেলে পুলিশের সদস্যরা তাদের থামানোর চেষ্টাও করেছিলেন।
স্থানীয় বাসিন্দারা নিহতদের শেষকৃত্যে অংশ নিতে সমবেত হয়েছিলেন। পুলিশের মুখপাত্র অ্যাডাম জানান, শেষকৃত্য শেষে নিহত সবাইকে গণকবরে সমাহিত করা হয়েছে।
এসএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)