নাইজেরিয়ায় কার্বন নির্গমন কমাতে বিদ্যুৎচালিত নৌকা
নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লাগোসে বেশ কিছু লেগুন বা উপহ্রদ আছে৷ সেখানে বিদ্যুৎচালিত নৌকা চলাচল শুরুর মাধ্যমে কার্বন নির্গমন কমাতে চায় কর্তৃপক্ষ৷
তিন ঘণ্টার পর আধ ঘণ্টায় পাড়ি
নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লাগোসের অফিসগামী ব্যক্তিরা এক্সপ্রেস নৌকায় চড়ছেন৷ সড়কপথে যে পথ পাড়ি দিতে তিন ঘণ্টা লাগতো নৌকায় সেই পথ পাড়ি দিতে লাগে মাত্র আধ ঘণ্টা৷ লাগোসে প্রায় এক কোটি ৬০ লাখ মানুষ বাস করেন৷
টিকিটের জন্য লাইন
সকালবেলায় অফিস শুরুর আগে ফেরির টিকিটের জন্য লাইন ধরতে হয়৷ লাগোসের বেশিরভাগ বাসিন্দা সমতলে বাস করেন৷ আর বেশিরভাগ অফিসগুলো কয়েকটি দ্বীপে অবস্থিত৷ সমতলের সঙ্গে দ্বীপগুলো সেতু দিয়ে সংযুক্ত৷ তবে অফিসের সময় সড়কে অনেক জট থাকে৷ তাই নৌকা বা ফেরিতে যাওয়ার চেষ্টা করেন অনেকে৷
যানজট
বাজে রাস্তা, ভাঙা মিনিবাস ও বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে যাওয়া ইত্যাদি কারণে লাগোসের যানজট পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে৷ সংকটের সমাধানে নতুন রেলপথ তৈরির পরিকল্পনা করা হচ্ছে৷
পরিবেশবান্ধব সমাধান
লাগোসের লেগুনগুলোতে অনেকদিন ধরেই নৌকা চলে৷ এর পরিধি বাড়াতে ৪৫৩ মিলিয়ন ডলারের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে৷ এর আওতায় ইলেক্ট্রিক ফেরি চলাচল শুরু হবে৷ সেক্ষেত্রে আরও বেশিসংখ্যক মানুষ সড়কপথ ছেড়ে জলপথে অফিস যেতে পারবেন৷ ফলে রাস্তায় যানজন কমার পাশাপাশি কার্বন নির্গমনের হারও কমবে৷
আধুনিকীকরণ
প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ১৫টি ফেরি রুট চালু করা হবে৷ ৭৫টির বেশি ইলেক্ট্রিক নৌকা এসব রুটে চলাচল করবে৷ সোলার প্যানেল ও সিএনজি দিয়ে নৌকাগুলো চার্জ করা হবে৷
টেকসই সমাধান
লাগোস স্টেট ওয়াটারওয়েস অথরিটির পরিচালক ওলুওয়াদামিলোলা এমানুয়েল এএফপিকে বলেন, চারিদকে পানি থাকায় যানজট কমাতে নৌকা পরিবহনটাই সমাধান ছিল৷