1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

নাইজারে হত্যাকারীর খোঁজে অভিযান

১০ আগস্ট ২০২০

জিরাফ সংরক্ষণ পার্কে ছয় ফরাসিসহ আটজনকে হত্যার জন্য দায়ী ব্যক্তির খোঁজে নাইজার ও ফ্রান্সের সৈন্যরা অভিযান শুরু করেছে ৷ নাইজারের রাজধানীর অদূরে রবিবার এ ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/3gipY
নিহতদের ব্যবহৃত গাড়িছবি: AFP

রবিবার সকালের এ ঘটনার পর নাইজারের তিলাবেরি অঞ্চলের গভর্নর তিজানি ইব্রাহিম কাতিয়েলা জানান, এক মোটরসাইকেলআরোহী বন্দুকধারীর গুলিতে ছয়জন ফরাসি এনজিও কর্মী, তাদের স্থানীয় গাইডসহ আটজন নিহত হয়েছেন৷

পশ্চিম আফ্রিকার দেশটিতে বোকো হারামআইএস সমর্থিত বেশ কিছু ইসলামি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে৷ তবে এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি৷

নিহত ছয় ফরাসি এসিটিইডি বা অ্যাক্টেড নামের একটি সাহায্য সংস্থার কর্মী ছিলেন৷ ঘটনার নিন্দা জানিয়ে সংস্থাটি বলেছে, ‘‘এটি এক ব্যক্তির বুদ্ধিহীনের মতো করে চালানো কাপুরোষিত হত্যাকাণ্ড৷’’ 

এমনিতে ফ্রান্সসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ আগে থেকেই তাদের নাগরিকদের নাইজারের একটি অংশে যাতায়াতের বিষয়ে সতর্ক থাকতে বলে আসছে৷ রাজধানী নিয়ামের কাছের এই ওয়াইল্ডলাইফ পার্ক অবশ্য ‘নিরাপদ’ এলাকা হিসেবেই পরিচিত৷ 

ছয় ফরাসি নাগরিক হত্যার ঘটনায় ক্ষুব্ধ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এক বিবৃতিতে বলেছেন তার দেশ সন্ত্রাসবিরোধী অবস্থানে অনড় থাকবে, ‘‘সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিজ্ঞায় অটল আমরা৷ এ লড়াই চলবে৷’’

এসিবি/কেএম (এএফপি, রয়টার্স)