নবান্ন অভিযানকে ঘিরে কলকাতায় পুলিশ-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধ
নবান্ন অভিযান নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দিনভর খণ্ডযুদ্ধ হলো কলকাতার বিভিন্ন স্থানে।
ব্যারিকেডের বাধা সরিয়ে
নবান্নমুখি সব রাস্তায় ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। কোনো কোনো জায়গায় একাধিক ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা সেই বাধা মানতে চায়নি। তারা ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে চায়।
ব্যারিকেড উপড়ে ফেলা
পুলিশের যাবতীয় বাধা সত্ত্বেও অধিকাংশ জায়গায় ব্যারিকেড উপড়ে ফেলে বিক্ষোভকারীরা। তারা তারপর পুলিশের বাধা টপকে নবান্নতে পৌঁছাতে চায়। তখনই শুরু হয় পুলিশ-বিক্ষোভকারী সংঘাত। উপরের ছবিতে ব্যারিকেড ফেলে বিক্ষোভকারীদের এগিয়ে যাওয়ার দৃশ্য।
পুলিশের সঙ্গে লড়াই
বিক্ষোভকারীদের কোনোভাবেই নবান্নের কাছে যেতে দিতে চায়নি পুলিশ। তারা ব্যারিকেডের বাধা পেরোনোর পর পুলিশ তাদের লাঠি নিয়ে তাড়া করেছে। আটক করেছে। অনেক জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়ায়।
আক্রমণাত্মক পুলিশ
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি নিয়ে বারবার তেড়ে গেছে তাদের দিকে। আবার ইটবৃষ্টি শুরু হলে তারা পিছিয়েও এসেছে।
জলকামানের তোড়ে
কলকাতার রাস্তায় এত জলকামান এতক্ষণ ধরে কবে কাজ করেছে বলা মুশকিল। বারবার জলকামানের তোড়ে বিক্ষোভকারীরা পিছনে যেতে বাধ্য হয়। বিভিন্ন জায়গায় বারবার জলকামানকে হাতিয়ার করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করেছে পুলিশ।
শুধু ছাত্ররাই নয়
বিক্ষোভের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। কিন্তু বিক্ষেোভে শুধু ছাত্ররাই নয়, অনেক বয়স্ক মানুষও অংশ নিয়েছিলেন।
মেয়েরাও আটক
অনেক নারীকেও আটক করেছে পুলিশ। তাদের পুলিশ ভ্য়ানে করে নিয়ে যাওয়া হয়েছে। পরে বিজেপি আটকদের মুক্তির দাবিতে পুলিশের সদরদপ্তর লালবাজারে যায়। উপরের ছবিতে এক নারীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।