নতুন পোপ নির্বাচন আসন্ন | বিশ্ব | DW | 12.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
বিজ্ঞাপন

বিশ্ব

নতুন পোপ নির্বাচন আসন্ন

মঙ্গলবার কার্ডিনালদের ‘কনক্লেভ’ ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে ক্যাথলিক গির্জার ২৬৬তম পোপ নির্বাচন করবে৷ কার্ডিনালদের বয়স ৮০’র নীচে হওয়া চাই৷ এবার তাঁদের সংখ্যা ১১৫৷

সাধারণত কার্ডিনালদের এই কনক্লেভ শুরু হয় পোপ দেহ রাখার ১৫ থেকে ২০ দিন পরে৷ এবার পোপ ষোড়শ বেনেডিক্ট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এবং নিয়মাবলী এমনভাবে পরিবর্তন করেছেন যাতে কনক্লেভ নির্দিষ্ট সময়ের আগেই শুরু হতে পারে৷ তাই পোপ বেনেডিক্ট পদত্যাগ করার ঠিক ১২ দিন পরে কার্ডিনালদের সম্মেলন শুরু হচ্ছে৷

কনক্লেভের ১১৫ জন কার্ডিনালের মধ্যে ছজন এসেছেন জার্মানি থেকে৷ নীতিগতভাবে যে কোনো পুরুষ ক্যাথলিককেই পোপ হিসেবে নির্বাচন করা চলে, কিন্তু চতুর্দশ শতাব্দী যাবৎ শুধু কার্ডিনালদেরই পোপ হিসেবে নির্বাচন করা হয়েছে৷

কনক্লেভের নিয়মাবলী অত্যন্ত কড়া৷ কার্ডিনালদের সবচেয়ে বড় কর্তব্য হল, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা৷ সেই সঙ্গে পরিচারক, চিকিৎসক ইত্যাদি কর্মীদেরও কনক্লেভের ভিতরের কথা বাইরে জানালে চলবে না৷ রেডিও, টেলিভিশন কিংবা পত্রপত্রিকাও ভিতরে ঢুকতে দেওয়া হয় না৷ ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রেও তা প্রযোজ্য, যেমন টুইটার৷

প্রভাবিত হলে চলবে না

ল্যাটিন ভাষায় কনক্লেভ কথাটির অর্থ হল ‘‘রুদ্ধ কক্ষ''৷ পোপ নির্বাচন সংক্রান্ত আলোচনা ও ভোটের সময় সত্যিই বহির্জগতের সঙ্গে কার্ডিনালদের কোনো সম্পর্কে থাকে না৷ কাপেল্লা সিস্টিনা বা সিস্টাইন চ্যাপেলটি সেন্ট পিটার্স ক্যাথিড্রালের অতি কাছে৷ ভ্যাটিকানে গিয়ে একবার অন্তত সিস্টাইন চ্যাপেল দেখতে যায় না, এমন মানুষ খুব কমই আছে, কিছু না হোক রেনেসাঁসের সুবিখ্যাত ভাস্কর মাইকেলএঞ্জেলোর ফ্রেস্কো বা দেয়ালচিত্রণগুলির জন্য৷

সফল নির্বাচনের সাদা ধোঁয়া

প্রত্যেক কার্ডিনালকে একাধিক ভোটপত্র দেওয়া হয়, কেননা অধিকাংশ ক্ষেত্রেই একাধিক বার ভোট নেওয়ার প্রয়োজন পড়ে৷ পোপ হতে গেলে সমবেত কার্ডিনালদের অন্তত দুই-তৃতীয়াংশের ভোট পেতে হবে৷ প্রতিবার ভোটের পর ব্যবহৃত ভোটপত্রগুলি পুড়িয়ে ফেলা হয়৷ সেই ভোটে পোপ নির্বাচন যদি সম্ভব না হয়ে থাকে, তাহলে পোড়ানোর ভোটপত্রগুলির সঙ্গে কিছুটা তেল অথবা আলকাতরা মিশিয়ে দেওয়া হয়৷ যার ফলে সিস্টাইন চ্যাপেলের উপরে বসানো চিমনিটি থেকে কালো ধোঁয়া বেরোয়, যার অর্থ, নতুন পোপ এখনও নির্বাচিত হননি৷

কিন্তু নতুন পোপ নির্বাচিত হলে চিমনি থেকে সাদা ধোঁয়া বেরোয়৷ সেন্ট পিটার্স গির্জার ঘণ্টাগুলি বাজতে থাকে৷ কার্ডিনাল পদে প্রবীণতম কার্ডিনাল মাঝের বারান্দাটিতে বেরিয়ে জনতাকে খবর দেন: ‘‘হাবেমুস পাপাম,'' ‘আমরা পোপকে পেয়েছি'৷ এর পর নবনির্বাচিত পোপ স্বয়ং অলিন্দে এসে সেন্ট পিটার্স চত্বরে সমবেত জনতাকে তাঁর আশীর্বাণী দেন৷

পোপের নাম নির্বাচন করেন তিনি নিজেই

নির্বাচনের পর নির্বাচিত কার্ডিনালকে জিজ্ঞাসা করা হয়, তিনি পোপ হিসেবে কোন নাম গ্রহণ করবেন৷ ২০০৫ সালে জার্মানির কার্ডিনাল ইয়োসেফ রাৎসিঙার নাম নিয়েছিলেন ষোড়শ বেনেডিক্ট, খ্রিষ্টীয় বেনেডিক্টাইন মঠের প্রতিষ্ঠাতা নুর্সিয়ার বেনেডিক্টের কথা স্মরণ করে৷

পোপ নির্বাচনের পদ্ধতি কিন্তু চিরকাল এক ছিল না৷ অষ্টম শতাব্দী অবধি যাজকেরা এবং সাধারণ ক্যাথলিকরা পোপ নির্বাচন করত৷ ইতিহাস বলে, দীর্ঘতম কনক্লেভ সংঘটিত হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে৷ চতুর্থ ক্লিমেন্সের মৃত্যুর পর দশম গ্রেগরিকে নির্বাচন করতে কার্ডিনালদের সময় লেগেছিল পাক্কা তিন বছর৷ অপরদিকে পোপ নির্বাচনে যুগ যুগ ধরে ইউরোপের নৃপতি ও সম্ভ্রান্তেরা তাদের প্রভাব বিস্তার করে এসেছেন, যা'তে তাদের মনমতো কোনো পোপ নির্বাচিত হন৷

নির্বাচিত প্রতিবেদন

সংশ্লিষ্ট বিষয়