1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নকল করতে গিয়ে বহিষ্কার হলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান!

৭ ফেব্রুয়ারি ২০১১

বিএনপি’র ডাকা হতরাল, শেয়ারবাজারে আবারও দরপতন এবং নকল করে বহিস্কার হলেন জনপ্রতিনিধি এসবই আজকের ঢাকার প্রধান প্রধান খবর৷

https://p.dw.com/p/10BpK
এসএসসি পরীক্ষা চলছেছবি: picture alliance / landov

হরতাল

যেসব কারণে বিএনপি হরতাল ডেকেছে সেগুলো মিটে গেলেও হরতালের সিদ্ধান্ত প্রত্যাহার হয় নি৷ এমনটাই দাবি সরকারি দলের৷ তাই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বানচাল করতেই বিএনপি এই হরতাল ডেকেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সিনিয়র সাংসদরা৷ কালের কন্ঠ এই খবর দিয়েছে৷ এছাড়া হরতাল নিয়ে পত্রিকাটি আজকে তাদের প্রধান প্রতিবেদন করেছে৷ সেখানে বলা হয়েছে হরতালের আগেই সহিংস ঘটনা ঘটেছে৷ বাসে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ, বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার উল্লেখ করেছে পত্রিকাটি৷ এছাড়া আগুন লাগা একটি বাসের ছবিও ছেপেছে কালের কন্ঠ৷ সমকালেও দুটি প্রতিবেদন রয়েছে হরতাল নিয়ে৷ এছাড়া অন্যান্য পত্রিকার প্রথম পাতাতেই হরতালের খবর রয়েছে৷

শেয়ারবাজার

গতকাল আবারও শেয়ারবাজারে বড়ধরনের দরপতন হয়েছে৷ ইত্তেফাক এই বিষয়টিকে আজকে তাদের প্রধান প্রতিবেদন করেছে৷ পত্রিকাটি বলছে, আওয়ামী লীগ ও বিএনপি'র ১১ জন প্রত্যক্ষভাবে শেয়ার কেলেংকারিতে জড়িত৷ এর মধ্যে বর্তমান মন্ত্রী সহ সাবেক মন্ত্রীর পুত্রও রয়েছেন৷ ইত্তেফাক বলছে, রাজনীতির মাঠে দুই দলের কিছু নেতা নিজেদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক দেখায়৷ কিন্তু বাস্তবে শেয়ারবাজারে কারসাজি করতে তারা একে অপরের জানিদোস্ত৷ এছাড়া গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত শেয়ারবাজার থেকে ৪৩ হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে বলে ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে৷ এদিকে অর্থমন্ত্রীর একটি বক্তব্য প্রায় সব সংবাদপত্রে ছাপা হয়েছে৷ তিনি বলেছেন অল্প সময়ের মধ্যে শেয়ারবাজারে আসতে না পারলে সরকারি ২৬টি প্রতিষ্ঠানের প্রধানকে পদত্যাগ করতে হবে৷

জনপ্রতিনিধি বহিষ্কার

রাজশাহীর চারঘাটা উপজেলার ভাইস-চেয়ারম্যান আজিবার রহমান এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন৷ যদিও তাঁর বয়স ৫০৷ কিন্তু ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নকল করতে গিয়ে তিনি ধরা পড়েন৷ এরপর তাঁকে বহিষ্কার করা হয়৷ প্রথম আলো দিয়েছে এই খবরটি৷ পত্রিকাটি বলছে, এই বয়সেও আজিবারের পড়াশোনায় প্রচুর আগ্রহ রয়েছে৷ এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি হিসেবেও তিনি একটি ইতিবাচক উদাহরণ গড়তে চেয়েছিলেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম