1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণের পর দোররা, বাঁচলো না মেয়েটা

২ ফেব্রুয়ারি ২০১১

ধর্ষণের শিকার এক কিশোরীর মৃত্যু হয়েছে দোররার আঘাতে৷ রয়েছে আড়িয়ল বিল নিয়ে সৃষ্ট সহিংসতার পর নিরাপত্তা বাহিনীর অভিযানের খবর৷ এবং ইউনূসের প্রতি নোবেল কমিটির সমর্থন নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/108oQ
প্রতীকী ছবি

ধর্ষণের পর দোররা, কিশোরীর মৃত্যু

ধর্ষণের শিকার এক কিশোরীকে দোররা মারে ফতোয়াবাজরা৷ ৭০-৮০টি দোররার পর আর সইতে পারেনি সে৷ লুটিয়ে পড়ে মাটিতে৷ এরপর হাসপাতালে তার প্রাণপ্রদীপ নিভে যায়৷ দৈনিক প্রথম আলো এই বিষয়ে জানিয়েছে, ‘মেয়েটির জন্য কারো মায়া হলোনা!' ১৪ বছরের কিশোরী হেনা রবিবার দিবাগত রাতে ধর্ষণের শিকার হন৷ শরীয়তপুরের চামটা গ্রামে নিজ বাড়ির কাছেই তাকে ধর্ষণে করে মাহাবুব৷ এরপর সালিশ বসে৷ সেখানে মাহাবুব ও হেনাকে দোররা মারার সিদ্ধান্ত জানায় স্থানীয় প্রভাবশালীরা৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘দোররায় কিশোরীর মৃত্যুর অভিযোগ, আটক ৪'৷ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমামসহ চারজনকে আটক করেছে পুলিশ৷ তবে, বিডিনিউজের খবরে বলা হয়েছে, মাহবুবের সঙ্গে হেনার পরকীয়ার সম্পর্ক ছিল৷ এবং হেনাকে দোররা মারা হয় গত ২৪ জানুয়ারী৷

বখাটের উৎপাত

দৈনিক সমকাল মঙ্গলবার এসংক্রান্ত এক খবর দিয়েছিল৷ শিরোনাম, ‘মানিকগঞ্জে বখাটের বঁটির কোপে তিন শিক্ষিকা গুরুতর আহত'৷ মাদকাসক্ত বখাটে আবদুস সালাম স্কুলের মাঠে তিন শিক্ষিকাকে কুপিয়েছে৷ আহত এক শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক৷

বিমানবন্দর নিয়ে বিরোধ

দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘রাতভর তল্লাশি'৷ সোমবারের সহিংসতার পর মুন্সীগঞ্জের শ্রীনগর এখন পুরুষশূন্য৷ সোমবার রাতে পুলিশ ও ব়্যাব সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে, ‘আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ বন্ধের দাবি খালেদার'৷ ঢাকায় এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, মানুষের জমি দখল করে বিমানবন্দর নির্মাণ বন্ধ করতে হবে৷ অবশ্য ঐ ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়েছে৷

নোবেল কমিটির সমর্থন

‘ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের প্রতি নোবেল কমিটির সমর্থন', শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো৷ নরওয়ের নোবেল কমিটি ড. মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের প্রতি তাদের সমর্থন পুর্নব্যক্ত করেছেন৷ নোবেল কমিটির এই সমর্থনকে স্বাগত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনূস সেন্টার৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার