দেশে-বিদেশে লিয়াম পেইন-ভক্তদের শোক
ওয়ান ডিরেকশন-এর সাবেক শিল্পী লিয়াম পেইনের মৃত্যতে শোকে স্তব্ধ ভক্তকূল৷ মাত্র ৩১ বছর বয়সে আর্জেন্টিনায় মারা যান ব্রিটিশ এই শিল্পী৷ তার মৃত্যুতে তাই আর্জেন্টিনা, ব্রিটেনসহ অনেক দেশেই নেমেছে শোকের ছায়া...
মেক্সিকো সিটিতে শোক
উত্তর অ্যামেরিকার দেশ মেক্সিকো সিটিতে লিয়ামের মৃত্যুতে শোক জানাতে জড়ো হন শত শত ভক্ত৷ বাতি জ্বালিয়ে ছবি নিয়ে এভাবেই প্রিয় শিল্পীকে স্মরণ করেন তারা৷
বুয়েন্স আইরেসে হোটেলের সামনে
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের যেই হোটেলটিতে লিয়াম পেইন মৃত্যুবরণ করেন সেই হোটেলটির সামনে বৃহস্পতিবার শোক প্রকাশে জড়ো হন ভক্তরা৷
বুয়েন্স আইরিস যেন শোকের শহর
শুধু হোটেলের সামনেই নয়, প্রিয় শিল্পীকে স্বরণ করতে আর্জেন্টিনার রাজধানীর বেশ কয়েকটি জায়গায় জড়ো হন ভক্তরা৷
কোপেনহেগেনে ভক্তদের শোক
বিশ্বজুড়ে ছড়িয়ে আছে লিয়াম পেইনের অজস্র ভক্ত৷ উত্তর ইউরোপের দেশ ডেনমার্কের রাজধানী কোপেহেগেনে এক নারী ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাকে৷
প্রিয় লিয়ামকে চিঠি
যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গাতেও লিয়ামকে শোক জানাতে জড়ো হন ভক্তরা৷ প্রিয় এই শিল্পীকে ভালবাসা ও শেষ বিদায় জানিয়ে লেখা এই চিঠিটি নিয়ে হাজির হন এক ভক্ত৷
শোকাচ্ছন্ন ওলভারহাম্পটন
লিয়ামের মৃত্যুতে শোকাচ্ছন্ন তার নিজের শহর, ব্রিটেনের ওলভারহাম্পটন৷ এই শহরেই তার জন্ম ও বেড়ে ওঠা৷
যেভাবে মৃত্যু...
বুধবার আর্জেন্টিনার বুয়েন্স আইরিসের একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান লিয়াম পেইন৷ তাই মৃত্যুর কারণ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা৷
জনপ্রিয়তা
৩১ বছর বয়স এই তারকা দুনিয়াজুড়ে ব্যাপক খ্যাতি পান আলোচিত ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য হিসেবে৷ নাম লেখান জনপ্রিয় ব্রিটিশ টিভি শো ‘দ্য এক্স ফ্যাক্টর’-এ৷ ‘আপ অল নাইট’, ‘টেক মি হোম’, ‘মিড নাইট মেমোরিজ’, ‘ফোর’, ‘মেইড ইন দ্য এ.এম’- নামের অ্যালবামগুলো উপহার দেয়ার পর ২০১৬ সালে ভেঙে যায় ওয়ান ডিরেকশন৷ এরপর একক শিল্পী হিসেবে দুনিয়ার নানা প্রান্তে পারফর্ম করছিলেন লিয়াম৷