তামিল টাইগার, শ্রীলঙ্কা
২০০৯ সালে তামিল টাইগার বিদ্রোহীদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়৷ আটক ১১,৬৬৪ জন যোদ্ধাকে পুনর্বাসনের জন্য নানামুখী উদ্যোগ নেয় সরকার৷ ৬+১ মডেলে শুরু হয় এই পুনর্বাসন কার্যক্রম৷ এর মধ্যে যোদ্ধাদের জন্য ১. শিক্ষা, ২. কারগরি, ৩. মানসিক ও সৃজনশীল থেরাপি, ৪. সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক কার্যক্রম ৫. আধ্যাত্মিক ও ধর্মীয় এবং ৬. বিনোদনমূলক কার্যক্রম নেয়া হয়৷ পাশাপাশি চলে ‘কমিউনিটি পুনর্বাসন’ কাযর্ক্রম৷