dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
প্রত্যেক শিশুর লেখাপড়ার অধিকার রয়েছে, এমনকি তারা অপরাধপ্রবণ এলাকাতে থাকলেও, মনে করেন দেশি পুরওয়াটুনিং৷ রুমাহ বেলাজার মেরাহ পুটিহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি৷ শুরুর দিকে বাধার মুখে পড়লেও এখন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে পারছেন তিনি৷ #DWBreakingBarriers
প্রতিবেদন: প্রীতা কুসুমা/আলগাদ্রি মুহাম্মদ